অতিরিক্ত ডিআইজি জেসমিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বেপরোয়া ছিলেন এক অতিরিক্ত ডিআইজি। ঘুষ দুর্নীতি প্রতারণার মাধ্যমে অর্জন করেছেন অঢেল সম্পদ। ক্ষমতার অপব্যবহার করলেও প্রতিবাদের সাহস ছিল না কারো। সেই করিৎকর্মা পুলিশ কর্মকর্তার নাম জেসমিন বেগম। দাপুটে এই কর্মকর্তা বিসিএস ২০তম ব্যাচের। জেসমিন বেগম ছিলেন অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টারে। এখন সংযুক্ত (্ওএসডি) হয়েছেন সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে। এর মধ্যে ওই কর্মকর্তার বিরুদ্ধে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী। তার নাম এ এস এম জুলফিকার হায়দার। রেদওয়ান প্যাকেজিং ইন্ডাস্ট্রীজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক জনপ্রতিনিধি তিনি।
গত বছরের ৯ ডিসেম্বর অভিযোগটি (এসএ-৭৫৩) জমা করেন পুলিশ হেডেকায়ার্টার ঢাকার, আইজিপি’স কমপ্লেইন মনিটিরিং সেলে। ইতোমধ্যে অভিযোগের স্বপক্ষে সিলেটে এসে লিখিত বক্তব্য দিয়েছেন ঢাকা মিরপুরের বাসিন্দা ওই ব্যবসায়ী। অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (আইঅ্যান্ডসিএম) নাছির উদ্দিন আহমেদ পুলিশ হেডকোয়াটার্স, ঢাকার অভিযোগ অনুসন্ধানের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য অভিযোগকারীকে গত ৫ জানুয়ারি সকাল ১১টায় হাজির হওয়ার জন্য নোটিশ প্রদানের প্রেক্ষিতে অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদকালে লিখিত বক্তব্য প্রদান করেন অনুসন্ধানকারী কর্মকর্তাও কাছে। বিষয়টি ইনকিলাব প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন অনুসন্ধানকারী কর্মকর্তা নাছির উদ্দিন আহমেদ। এছাড়া বিবাদি জেসমিন বেগমকে আগামীকাল রোববার অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে বলে জানান অনুসন্ধানকারী ওই কর্মকর্তা।
প্রদত্ত লিখিত অভিযোগ ও জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী জুলফিকার আলী জানান, অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমের সাথে পারিবারিক সুসম্পর্ক ছিল তার। সেই সুবাধে ওই কর্মকর্তা তাকে আনন্দ হাউজিং সোসাইটিতে ১২ কাঠার একটি প্লট পাইয়ে দেয়ার কথা বলে ২ লাখ টাকা ও উত্তরা ব্যাংক থেকে ৮ লাখ টাকার একটি পে-অর্ডার হস্তগত করেন ২০০৭ সালের ১৫ নভেম্বর।
কিন্তু গত ১৭ বছরেও ওই প্লটটি বুঝিয়ে দেননি বাদি জুলফিকারকে। এছাড়া ওই বছরেই (২০০৭) মিশনে যাওয়ার সময় পুলিশ কর্মকর্তা জেসমিন বেগম বাদীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মিশন থেকে ফেরত এসে নগর ৫ লাখ টাকা ফেরত প্রদান করে ৬ কাঠা জমি নিজের নামে লিখে নিবেন তিনি। কিন্তু মিশন থেকে ফেরত এসে কোনো টাকা-পয়সা ফেরত তো দেননি বরং পুরো ১২ কাঠার প্লটটি নিজের নামে বরাদ্দ নেন পুলিশ কর্মকর্তা জেসমিন।
পরবর্তীতে বাদী নিরূপায় হয়ে ২০২৪ সালের ২০ অক্টোবর জেসমিন বেগমের নামে একটি উকিল লিগ্যাল নোটিশ প্রেরণ করেন বাদি। এরপর উভয়পক্ষ আলোচনায় বসলেও নিস্পত্তি হয়নি অভিযোগের।
অনুসন্ধানী কর্মকতা নাছির উদ্দিন আহমেদ বলেন, বাদিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই সাথে লিখিত জবানবন্দি দিয়েছেন তিনি। আগামী রোববার বিবাদীর বক্তব্য গ্রহণ করা হবে, অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাবাদও করা হবে।
তিনি বলেন, অভিযোগের সত্যতা উদ্ঘাটনে সামগ্রিকভাবে চেষ্টা করবো আমরা। তিনি বলেন, নিরপেক্ষ তদন্তের নিশ্চয়তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন