চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
১৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ এএম
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সৈয়দপুরের বিহারি এবং ছাত্রজীবনের বিশেষ তকমা লাগিয়ে পদোন্নতি বঞ্চিত থাক কর্মকর্তাকে শিক্ষা প্রকৌশল অধিদফতর রুটিন দায়িত্বে থাকা রায়হান বাদশাকে তকমা লাগিয়ে এসডি করা হয়েছে। তাকে সরিয়ে এ পদে রুটিন দায়িত্বে দেয়া হয়েছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)এর ডানহাত মো.জালাল উদ্দিন চৌধুরীকে। অন্যদিকে শিক্ষা প্রকৌশল অধিদফতর রুটিন দায়িত্বে থাকা মো. জালাল উদ্দিন চৌধুরী আগামী রোববার অবসরে যাওয়ার কথা থাকলেও বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার জন্য উপদেষ্টা ও সচিবের দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেছেন। গত ৫ আগস্টের পর দেশে পরিবর্তিত সময়ে ইইডির সিনিয়র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রায়হান বাদশাকে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সাথে যোযাগে করা হলে ইনকিলাবকে তিনি বলেন,শিক্ষা প্রকৌশল অধিদফতর রুটিন দায়িত্বে থাকা রায়হান বাদশাকে কি কারণে এসডি করা হয়েছে তা আমার জানা নেই।
এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর রুটিন দায়িত্বে থাকা মো. জালাল উদ্দিন চৌধুরী ইনকিলাবকে বলেন, আমি আগামী সপ্তাহে অবসরে যাচ্ছি। তবে চুক্তির বিষয় বলতে পারবে না।
আর্থিক ক্ষমতা মাঠপর্যায়ে বিকেন্দ্রীকরণ করায় নিজেদের অপকর্মের পথ রুদ্ধ হওয়ার আশঙ্কায় কিছু প্রকৌশলী অধিদফতরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপপ্রয়াস এ লিপ্ত আছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রকৌশলী জানান বর্তমানে রুটিন দায়িত্বে থাকা মো. জালাল উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সে গুলো তদন্ত না করে তাকে দায়িত্ব দেয়া ঠিক হয়নি। অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদটি খালি থাকলেও তাকে পদোন্নতি দেয়া হয়নি। শিক্ষা প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারা জানান, এ দফতরে এখন প্রয়োজন একটি শুদ্ধি অভিযান। এটা করা সম্ভব না হলে বৈষম্যবিরোধী যে আন্দোলন হয়েছে, তার স্পিরিট অবমূল্যায়িত হবে। একই সাথে স্বৈরাচারী আওয়ামী সরকারের দুর্নীতিবাজদের সরকারি বিভিন্ন পদে বসানোর ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
গত ৫ আগস্টের পর দেশে পরিবর্তিত সময়ে ইইডির সিনিয়র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রায়হান বাদশাকে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে। রায়হান বাদশা দায়িত্ব প্রাপ্তির পরপরই আর্থিক ক্ষমতা পুনঃ অর্পণ করার বিষয়ে কার্যক্রম গ্রহণ করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং ৩৭.০০.০০০০.০৮৩.১৮.০১৯.১৫.২৫৯, তারিখ ২৬/০৯/২০২৪ মোতাবেক অনুমোদন লাভ করে এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরের স্মারক নং ৩৭.০৭.০০০০.০০৮.৬৩.৭৭৪.২৪-১৩৯২, তারিখ ২২/১০/২৪ মোতাবেক মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য ইনডোর্স করা হয়। এ দিকে আর্থিক ক্ষমতা মাঠপর্যায়ে বিকেন্দ্রীকরণ করায় নিজেদের অপকর্মের পথ রুদ্ধ হওয়ার আশঙ্কায় কিছু প্রকৌশলী অধিদফতরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপপ্রয়াস এ লিপ্ত আছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রকৌশলী জানান বর্তমানে রুটিন দায়িত্বে থাকা রায়হান বাদশা দীর্ঘদিন বঞ্চিত একজন প্রকৌশলী। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে সৈয়দপুরের বিহারি এবং ছাত্রজীবনের বিশেষ তকমা লাগিয়ে প্রধান প্রকৌশলী পদে বঞ্চিত করা হয়েছিল। এমনকি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদটি খালি থাকলেও তাকে পদোন্নতি দেয়া হয়নি। শিক্ষা প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারা জানান, বর্তমানে আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ করার ফলে মাঠ পর্যায়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলীরা আট কোটি টাকা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা পাঁচ কোটি টাকা ও নির্বাহী প্রকৌশলীরা ২৫ লাখ টাকা পর্যন্ত দরপত্র অনুমোদন করতে পারবেন। আর এতে কাজের গতিশীলতার পাশাপাশি মাঠ পর্যায়ের প্রকৌশলীদের মধ্যে অসন্তোষ দূর করা সম্ভব হবে। উন্নয়ন কাজেও স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
শিক্ষা প্রকৌশল অধিদফতরে (ইইডি) আর্থিক ও প্রশাসনিক কাজের পুনর্বিন্যাসের উদ্যোগ নেয়া হয়েছে। নতুন এই কাঠামোতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সমন্বয়ে গঠিত ৯টি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও বাড়ছে। অভিযোগ রয়েছে দীর্ঘ দিন শিক্ষা প্রকৌশল অধিদফতরের বিভিন্ন কাজ প্রধান প্রকৌশলীর হাতে কেন্দ্রিভূত থাকায় অঞ্চল বা সার্কেলভিত্তিক কাজে কোনো গতি ছিল না। তাই কাজের গতি বাড়াতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই নতুনভাবে এই উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীর একক নিয়ন্ত্রণে থাকা আর্থিক ক্ষমতা এখন বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে আর্থিক ক্ষমতার পুনঃ অর্পণ বা বিকেন্দ্রীকরণ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য দেশের ৬৪ জেলায় ৬৪টি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় একটিসহ মোট ৬৫টি নির্বাহী প্রকৌশলীর এবং আটটি বিভাগে আটটি ও ঢাকা মেট্রোপলিটন এলাকায় একটিসহ মোট ৯টি সার্কেল অফিস রয়েছে যেখান ৯ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী কর্মরত রয়েছে। এ ছাড়া জেলা পর্যায়ে সহকারী প্রকৌশলী এবং উপজেলা পর্যায়ে উপসহকারী প্রকৌশলীদের মাধ্যমে মাঠ পর্যায়ে উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন হয়ে থাকে।
মূলত শিক্ষা প্রকৌশল অধিদফতর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় যাবতীয় শিক্ষা অবকাঠামো নির্মাণের জন্য একটি পরিপূর্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগ। আর এই বিভাগের মাধ্যমেই মূলত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর নানা ধরনের কাজ সম্পাদন হয়ে থাকে। শিক্ষা প্রকৌশলের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন প্রধান প্রকৌশলীর একক ক্ষমতার কাছে জিম্মি ছিল। এ ছাড়া অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেমন গণপূর্ত অধিদফতর, সড়ক ও জনপথ অধিদফতর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাঠ পর্যায়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী/তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের আর্থিক ক্ষমতা থাকলেও ইইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের কোনো আর্থিক ক্ষমতা প্রদান করা হয়নি। ফলে শিক্ষা প্রকৌশলের সমস্ত ক্ষমতা প্রধান প্রকৌশলীর ওপর ক্ষুক্ষিগত থাকায় ইইডির কাজে দীর্ঘসূত্রতা এবং ঊর্ধ্বতন প্রকৌশলীদের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। প্রশাসনিক জটিলতা নিরসন করে ইইডির সেবা কার্যক্রম সহজীকরণ করার জন্য ইইডির ঠিকাদার এবং মাঠ পর্যায়ের প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি ছিল তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের হাতে যেন আর্থিক ক্ষমতা ন্যস্ত করা হয়। কিন্তু পতিত আওয়ামী লীগের আমলে গত ১৫ বছরে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এখন সময় এসেছে নতুন করে ক্ষমতা ও আর্থিক বিষয়াদি পুনর্বিন্যাসের উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘ দিনের অভিযোগ ছিল ইইডি ইতঃপূর্বে যে সব প্রধান প্রকৌশলী দায়িত্ব পালন করেছেন তারা সবাই ক্ষমতা কুক্ষিগত করে লাগামহীনভাবে ঠিকাদারকে হয়রানি করেছে এবং মাঠপর্যায়ের অফিসগুলোকে অকার্যকর করে রাখা হয়েছিল।
এ বিষয়ে সাবেক শিক্ষা প্রকৌশলী মো. রায়হান বাদশা ইনকিলাবকে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সৈয়দপুরের বিহারি এবং ছাত্রজীবনের বিশেষ তকমা লাগিয়ে এসডি করা হয়েছে। আমাকে তি কারণে সরিয়ে দেয়া হলো আমি জানি না।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার