চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন আজ
০৪ জুন ২০২৩, ১০:০৬ এএম | আপডেট: ০৪ জুন ২০২৩, ১০:০৬ এএম
জনদাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর হলেও অবশেষে নীলফামারীর চিলাহাটি-টু-ঢাকা রুটে দিবাকালীন নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ চালু হতে যাচ্ছে আজ ( ৪জুন) রবিবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি এ ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছে রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র। এদিকে দিবাকালীন একটি ট্রেন চালুর ঘোষণায় আনন্দের বন্যা বইছে নীলফামারী জেলাজুড়ে। খুশিতে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ অব্যাহত রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সূত্রটি জানায়, নীলফামারীর সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটি-ঢাকা রুটে দিবাকালীন নতুন আন্তঃনগর ট্রেন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৮ মে একটি চিঠি রেলপথ মন্ত্রণালয় সচিব বরাবরে প্রেরণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন মতে, আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় চিলাহাটি থেকে ছেড়ে বিকাল ৩-১০টায় কমলাপুর স্টেশনে পৌঁছবে। আবার সোয়া ৪টায় কমলাপুর থেকে ছেড়ে রাত ১টায় চিলাহাটি পৌঁছবে। আর এ ট্রেনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে শনিবার। অর্থাৎ শনিবার ছাড়া সপ্তাহে ছয় দিন ট্রেনটি এ রুটে চলাচল করবে।জানা গেছে, নতুন আমদানিকৃত চাইনিজ কোচ দ্বারা পরিচারিত ‘নীলফামারী এক্সপ্রেস’ ট্রেনটি উভয় পথে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। এর আগে ২০০৭ সালে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন পর্যন্ত রাত্রিকালীন আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেন চালু করা হয়। এর পর রেলপথ সংস্কার তথা ডুয়েল গেজ করার পর ট্রেনটির গন্তব্য নীলফামারীর চিলাহাটি স্টেশন পর্যন্ত করা হয়। পরে উত্তরবঙ্গের একাধিক রুটে একাধিক আন্তঃনগর ট্রেন চালু করা হলেও ঢাকা-চিলাহাটি রুটে একটি মাত্র ট্রেন ‘নীলসাগর এক্সপ্রেস’ চালু ছিল। ফলে হতাশায় ভুগছিল এই অঞ্চলের মানুষ প্রসঙ্গে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইদ্রিস আলী বলেন, আগে নীলফামারীকে বলা হতো মঙ্গাকবলিত জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা ইপিজেড স্থাপন করে এখানকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। ফলে এই অঞ্চল থেকে মুছে গেছে ‘মঙ্গা’ শব্দটি। খুলে গেছে আর্থ-সামাজিক সম্ভাবনার দুয়ার। পরবর্তীকালে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি চালু করা হয়। কিন্তু একটি মাত্র ট্রেন মানুষের চাহিদা পূরণ করতে পারছিল না। আরও একটি ট্রেন চালু করার ঘোষণা দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন জানান, উত্তর জনপদের ব্যস্ততম ও ব্যবসায়িক শহর হচ্ছে সৈয়দপুর। এ ছাড়া এখানে সেনানিবাস, বিমানবন্দরসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা রয়েছে। ফলে চাকরির সুবাদে বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ এই সৈয়দপুর শহরে বসবাস করছেন। ফলে বাড়তে থাকে রেলে যাতায়াতের চাহিদা। কিন্তু ঢাকা রুটে একটিমাত্র ট্রেন (রাত্রিকালীন) চলাচল করায় ওই ট্রেন মানুষের চাহিদা পূরণ করতে পারছিল না। এমতাবস্থায় দিবাকালীন আরও একটি ট্রেন চালুর দাবি ওঠে। এ নিয়ে দীর্ঘদিন ধরে আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের মাধ্যমে বহুবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করেছি। ধরনা দিয়েছি এমপি, মন্ত্রীর দুয়ারে। এরই ধারাবাহিকতায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর নির্দেশনায় কয়েক মাস আগে চিলাহাটি-টু-ঢাকা রুটে দিবাকালীন একটি আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দেন। এ অঞ্চলের জনগণের দাবি পূরণ হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ৪ জুন সকালে প্রধানমন্ত্রী ট্রেনটি উদ্বোধন করবেন এবং উদ্বোধনী দিনে রেলমন্ত্রী চিলাহাটিতে উপস্থিত থাকবেনএ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, আজ রবিবার (৪ জুন) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারীর চিলাহাটি-টু-ঢাকা পর্যন্ত দিবাকালীন নতুন আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রিনটি উদ্বোধন করবেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত
কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!
৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের