ঝিনাইদহের কালীগঞ্জে করোনার টিকা স্বেচ্ছাসেবকদের টাকা আত্মসাতের অভিযোগ
১১ জুন ২০২৩, ০৫:১৯ পিএম | আপডেট: ১১ জুন ২০২৩, ০৫:১৯ পিএম
ঝিনাইদহে করোনাকালীন টিকা দেওয়ার কাজে দ্বায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের নামে বরাদ্দ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ২০২১ সালের আগষ্ট থেকে করোনার টিকা দেওয়া শুরু হয়। এসময় জেলার ছয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার অধিনে স্বেচ্ছাসেবকরা টিকা দেওয়ার কাজে সহযোগীতা করে। ২০২২ সালের জুন পর্যন্ত স্বেচ্ছাসেবকদের দৈনিক জনপ্রতি ৩৫০ টাকা করে নির্ধারন করা হয়। পরে ওই বছরের জুলাই থেকে জনপ্রতি ৪০০ টাকা করে নির্ধারণ করে। এসব স্বেচ্ছাসেবকদের টাকার একটি অংশ প্রদান করে বেসরকারী সংস্থা ব্রাক এর একটি প্রকল্প।
সম্প্রতি টিকা স্বেচ্ছাসেবকদের এক কিস্তির টাকার আসে। এরমধ্যে জেলার কালীগঞ্জ পৌরসভার অধিনে দ্বায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের জন্য ২ লাখ ৩১ হাজার টাকা আসে। এসব টাকা কালীগঞ্জ ব্রাক অফিস থেকে প্রদান করা হয়। গত ৭ জুন বুধবার স্বেচ্ছাসেবকদের দিয়ে স্বাক্ষর করিয়ে পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টার আলমগীর হোসেন টাকা উত্তোলন করেন। কিন্তু প্রকৃত দ্বায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকরা বলছেন টাকা উত্তোলনের বিষয়টি তারা কিছুই জানেন না। স্বেচ্ছাসেবকরা বলছেন, টাকা উত্তোলনের বিষয়টি সত্য হয়ে থাকলে অন্যদের দিয়ে (বডি চেঞ্জ করে) স্বাক্ষর করিয়ে টাকা উত্তোলন করা হয়ে থাকতে পারে।
স্বেচ্ছাসেবকদের গ্রুপ লিডার মোস্তফা ইবনে মাসুদ জানান, কালীগঞ্জ পৌরসভা ও হাসপাতালের অধিনে করোনার টিকা দেওয়ার কাজে দ্বায়িত্ব পালন করেন স্থানীয় প্রায় ৩০ জনের মত একটি স্বেচ্ছাসেবক দল। যে দলের নেতৃত্বে ছিলাম আমি মোস্তফা ইবনে মাসুদ ও ফাইজুল ওয়ারা প্রত্যয় নামের দুইজন। সম্প্রতি স্বেচ্ছাসেবকদের নামে টাকা উত্তোলন করা হলেও আমি কিছুই জানি না। এমনকি আমার দলে কাজ করা স্বেচ্ছাসেবকরাও কিছু জানে না। বিষয়টি জানতে কালীগঞ্জ পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টার আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ টাকা তোমাদের না। কিছুক্ষণ পরে জানান তোমাদের কত টাকা বাকি আছে প্রমাণ নিয়ে অফিসে দেখা কর।
ঝিনাইদহ সদর উপজেলার স্থায়ী টিকাদান কেন্দ্রের টিম লিডার মোঃ মামুনুর রশিদ জানান, সদর উপজেলা ২০২১ সালের আগস্টের ২৩ তারিখ থেকে টিকা কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। কেন্দ্রে ১৯ জন, ১২ জন আবর ছয় জন করেও কাজ করেছেন। আমরা যারা কাজ করেছি মাত্র ছয় মাসের টাকা পেয়েছি। এখনো ১৬ থেকে ১৭ মাসের টাকা বাকি। মামুন আরো জানান তাদের টাকাগুলো সিভিল সার্জন অফিসে আসে, এরপর আমাদের দেওয়া হয়।
কালীগঞ্জ ব্যাক অফিসের একাউন্স অফিসার গোলাম ফারুক জানান, ৭ জুন কালীগঞ্জ পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টার আলমগীর হোসেন কিছু স্বেচ্ছাসেবকদের নিয়ে এসে ২ লাখ ৩৩ হাজার টাকা উত্তোলন করে নিয়ে যায়। আমরা তো স্বেচ্ছাসেবকদের চিনি না। কাদের নিয়ে আসা হয়েছে তা তো বলতে পারবো না।
কালীগঞ্জ পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টার আলমগীর হোসেন (০১৭১২৬৯৬৭৮৪) টাকা উত্তোলনের কথা স্বীকার করে জানান, স্বেচ্ছাসেবকদের নিয়ে টাকা তোলা হয়। তবে এটা সবার জন্য না। যাদের টাকা বাকি আছে বরাদ্দ আসলে তারা সবাই পাবে।
ঝিনাইদহ ব্রাকের ম্যানেজার স্নেহা (০১৭৩০৩৪৯৫৬৩) বলেন, যাদের টাকা দেয়া হয়েছে তাদের হাতে হাতেই দেওয়া হয়েছে। কাদের এবং কত টাকা দেয়া হয়েছে এসব তথ্য আমি দিতে পারবো না। আপনাকে কেন দিতে হবে এসব তথ্য, এ কাজ তো অনেক আগেই শেষ হয়েছে বলে যোগ করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু