ঈদুল আজহার ছুটিতে কক্সবাজার আসছেন আশানুরূপ পর্যটক -বুকিং চলছে হোটেল মোটেল
২৭ জুন ২০২৩, ০৫:১৬ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ০৫:১৬ পিএম
এবারে ঈদুল আজহার লম্বা ছুটিতে কক্সবাজারে আশানুরূপ পর্যটক আশা করছেন সংশ্লিষ্টরা। চলছে হোটেল মোটেল বুকিং। প্রতি বছরের মত এবারো ঈদুল আজহার ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজারে ভ্রমণ পিয়াসুদের হোটেল মোটেলে অগ্রিম বুকিং চলছে। তবে এই বুকিং আশানুরূপ নয় বলে জানা গেছে।
হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার জানিয়েছেন, বিগত বছরগুলোতে ঈদুল আজহার এক সপ্তাহ আগে কক্সাবাজারের চার শতাধিক হোটেল-মোটেল ও গেস্টহাউসের প্রায় শতভাগ কক্ষ বুকড হয়ে যেত। এমনকি কটেজগুলোতেও বুকিংয়ের হিড়িক পড়ত। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ উল্টো।
তিনি জানান, ঈদের আর মাত্র এক দিন বাকী। কিন্তু বহু হোটেলে কোনো কক্ষ বুকিং হয়নি। যেগুলোতে হয়েছে সেখানে ৩০ শতাংশের নিচে। সর্বসাকুল্যে ২০ শতাংশও হবে না।
তিনি আরো জানান, অনলাইনে ২০ শতাংশ বুকিংটা একটি ক্লাসের পর্যটকের বুকিং। কক্সবাজারে এসে ব্যক্তিগতভাবে অথবা দলবদ্ধভাবে হোটেল বুকড করে থাকেন অধিকাংশ পর্যটক। তাই অনলাইনে অগ্রীম বুকিং উল্লেখযোগ্য না হলেও ঈদের পরে সপ্তাহব্যাপী আশানুরূপ দলবদ্ধ পর্যটক আসতে পারে।
এপ্রসঙ্গে কয়েকজন হোটেল মালিক জানান,পর্যটক আকর্ষণে
নানা ছাড় দিয়ে তারা রোম বুকিং নিচ্ছেন। ভালো মানের একটি হোটেলেও পর্যটকরা এসুযোগ গ্রহণ করতে পারবেন। মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত টানা লম্বা ছুটিতে পর্যটকরা এই সুযোগ গ্রহণ করতে পারেন।
'গ্র্যান্ড সেন্ডির ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমান জানিয়েছে,
ঈদের আগে বুকিং আশানুরূপ নয়। তবে ঈদের পরে পর্যটক আসবেন বলে আশা করছে তিনি। কলাতলীর প্রধান সড়ক লাগোয়া 'স্বপ্নালয় স্টুডিও এ্যাপার্টমেন্টে'র ইনচার্জ কুতুব উদ্দীন জানান, তাদের হোটেলে ৬০ টি কক্ষ রয়েছে। এর মধ্যে মাত্র ১৫টি অগ্রিম বুকিং হয়েছে। সুপরিচিত হোটেলগুলোতে ১০ থেকে ২০ পর্যন্ত কক্ষ বুকিং হয়েছে। কিন্তু অনেক হোটেল শূন্য বুকিংয়ে রয়েছে। হোটেল 'আইল্যান্ডিয়া'র ম্যানেজিং ডিরেক্টর নূরুল পাশা জানিয়েছেন, তাদের হোটেলে শনিবার রাত পর্যন্ত বুকিং ছিল শুন্য।
তারাকা হোটেল সীগালের এমডি মাসুম ইকবাল জানান, এখন অবস্থা খব মন্দা যাচ্ছে।হোটেলের খরচ উঠানো যাচ্ছেনা। তবে তিনিও ঈদুল আজহার পরে কক্সবাজারে প্রচুর পর্যটক আসবেন বলে আশা করছেন।
টুরিস্ট পুলিশের একজন
কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাম্প্রতিক সময়ে পদ্মা সেতুর কারণে পর্যটকরা কুয়াকাটামূখী হয়েছে। এছাড়া কক্সবাজারের হোটেল মোটেল গুলোতে অতিরিক্ত ভাড়া আদায় ও রেষ্টুরেন্টে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগের কারণে পর্যটকরা কক্সবাজার বিমুখ হচ্ছে।
কয়েকজন হোটেল মালিক এপ্রসঙ্গে বলেন, কিছু কিছু হোটেল ও রেষ্টুরেন্টের ব্যাপারে এরকম অভিযোগ একেবারে মিথ্যা নয়। তবে বিষয়টি হোটেল মোটেল মালিক সমিতি ও বীচ ম্যানেজমেন্ট কমিটি সার্বক্ষণিক মনিটরিং করছেন বলেও জানান তারা। হোটেল মালিকরা আরো বলেন, এবিষয়ে কিছু কিছু সংবাদ মাধ্যমের নেতিবাচক প্রচারণাও পর্যটকদের কক্সবাজার বিমুখ করছে।
এপ্রসঙ্গে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, আসলে এখন সবাই কুরবানীর পশু বেচা কেনা নিয়ে ব্যস্ত। ঈদের পরে ঠিকই ভ্রমণপিয়াসুরা কক্সবাজার চলে আসবেন। এছাড়াও বিভিন্ন হোটেল মোটেলে তো ডিসকাউন্টে রোম পাওয়া যাচ্ছে।
তিনি আরো বলেন,সরকার পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে বিশেষ করে কক্সবাজারের পর্যটনকে প্রমোট করার জন্য কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত দীর্ঘদিনের রেল সংযোগের দাবি পূরণ হতে চলেছে। কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরানো আরাকান সড়ক চার লাইনে করার সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও মীরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক সংযুক্ত করে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের জন্য সরকার ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। এসবইতো কক্সবাজার এর পর্যটনকে বিকশিত করার জন্য। এছাড়াও কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। তাই তিনি নির্বিঘ্নে এবং নির্ভয়ে কক্সবাজার ভ্রমণের জন্য দেশী বিদেশী পর্যটকদের আহবান জানান।a
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল