৩৩ টাকা কেজি আমদানির কাঁচামরিচ সাতক্ষীরা বাজারে ৪০০ টাকা
০৭ জুলাই ২০২৩, ০৩:১৭ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ০৩:১৭ পিএম
ভারত থেকে আমদানির কাঁচামরিচের কেজি প্রায় ৩৩ টাকা। সেই মরিচ বাজারে খুচরা মূল্য ৪০০ টাকা কেজি।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত পাঁচদিনে ৩১৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। প্রথম দু’দিন মূল্য কিছুটা কমলেও মরিচের বাজারে আবারো ঝাঁঝ বেড়েছে।
গত ২ ও ৩ জুলাই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ টন কাঁচামরিচ আমদানি হয়। সে সময় স্থানীয় বাজারে ৭০০ টাকার মরিচের দাম প্রতিকেজি ২০০ টাকায় নেমে আসে। এরপর আবার বেড়ে দাঁড়িয়েছে ৪০০ টাকায়। অথচ
প্রতিদিনই ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হচ্ছে।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২ জুলাই ৭০ টন, ৩ জুলাই ৭১ টন, ৪ জুলাই ৭১ টন ৪০০ কেজি, ৫ জুলাই ২২ টন ৭০০ কেজি, ৬ জুলাই ৮১ টন কাঁচামরিচ ভারত থেকে বাংলাদেশে এসেছে। প্রতিকেজি কাঁচামরিচের আমদানি খরচ ৩২ টাকা ৬০ পয়সা। অথচ সেই মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। প্রশাসন কঠোরভাবে বাজার মনিটর না করায় সুযোগ নিচ্ছেন ব্যবসায়ী সিন্ডিকেট,এমনটাই দাবি করেছেন অনেকে।
সুলতানপুর বড় বাজারের খুচরা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, শুক্রবার আড়তদারদের কাছ থেকে কাঁচামরিচ ৩৫০ টাকা থেকে ৩৬০ টাকায় কিনতে হয়েছে। খুচরা বিক্রি করছি ৪০০ টাকা।
খুচরা ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, আগে প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি কাঁচামরিচ বিক্রি করতেন তিনি। এখন ২ থেকে ৩ কেজির বেশি মরিচ বিক্রি হচ্ছে না। আগে যিনি ৫০০ গ্রাম মরিচ কিনতেন, এখন তিনি ১০০ গ্রামের বেশি কিনছেন না। তিনি বলেন,পাইকারি ব্যবসায়ীরা মরিচের দাম না কমালে আমরা খুচরা ব্যবসায়ীরা কিভাবে কম দামে বিক্রি করবো?
আড়তদার গোলাম মোস্তফা বলেন, ভোমরা থেকে কেজি প্রতি ২৮০ থেকে ৩০০ টাকা কিনে আনতে হচ্ছে। ভোমরা বন্দরে যা আমদানি হচ্ছে, তার অধিকাংশই ট্রাকভর্তি করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। স্থানীয়ভাবে সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে।
ভোমরা স্থলবন্দরের একজন আমদানি-রপ্তানিকারক বলেন, প্রতিদিনই কাঁচামরিচ ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকছে। অথচ দাম কমছে না। এক শ্রেণির অসাধু
ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণে আসছে না বলে তিনি মন্তব্য করেন।
ভোমরা স্থলবন্দরের সুপার ইফতেখার উদ্দিন বলেন, ‘প্রতিকেজি কাঁচামরিচের আমদানি খরচ ৩২ টাকা ৬০ পয়সা। অথচ খুচরা বাজারে ৪০০ টাকা কেজি কীভাবে হলো তা আমার জানা নেই।
সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কাঁচামরিচের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ার কথা শুনেছেন তিনি। এখন থেকে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করা হবে। দাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত তদারকি চলবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা