বিজয় দিবসে লাল-সবুজ জার্সিতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মিলনমেলা
১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম
প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) আয়োজন করেছিল একটি প্রীতি ফুটবল ম্যাচ। এই ম্যাচে ময়মনসিংহ সিটি কর্পোরেশন একাদশ লাল জার্সি এবং জেলা প্রশাসন একাদশ সবুজ জার্সি পরে অংশগ্রহণ করে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরের সার্কিট হাউস মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচটি এক মিলনমেলায় পরিণত হয়।
প্রীতি ম্যাচে অংশ নেন জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ সাবেক ফুটবলাররাও। ৯০ বছর বয়সী একজন প্রবীণ ফুটবলারের উপস্থিতি এই আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। মহান বিজয়ের আনন্দে সবাই যেন উল্লাসে মেতে ওঠে।
ম্যাচটি উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ। তিনি মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন এবং খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, “মহান বিজয় দিবসের প্রীতি ফুটবল ম্যাচে জীবনের শেষ প্রান্তে এসেও বীরদর্পে মাঠে উপস্থিত হয়েছেন ৯০ বর্ষী এক খেলোয়াড়। তার অংশগ্রহণ আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দিন, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব সুমনা আল মজীদ (উপসচিব), প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান এবং নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক এবং অনুষ্ঠানের সঞ্চালক মসিকের প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলেন।
এর আগে বিজয় দিবসের দিন ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সার্কিট হাউস মাঠে এই আয়োজন মহান বিজয় দিবসের চেতনা এবং আনন্দকে আরও বর্ণিল করে তুলেছে।
এটি একটি নির্ভুল এবং সাবলীল উপস্থাপন, যা একটি জাতীয় মানের সংবাদপত্রে প্রকাশের উপযোগী।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
স্টিভ ব্যাননের দাবি : ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন
‘সমগ্র বিশ্ব রুশ ক্ষেপণাস্ত্রের নাগালে রয়েছে’ : রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত
ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
শিক্ষার্থী সীমান্ত হত্যার বিচারের দাবিতে চাষাড়ায় মানববন্ধন
রাণীশংকৈলে ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
ডিএসইসি'র সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ২৩ ডিসেম্বর
‘সংবিধানে ইসলামকে নৈতিক দিকনির্দেশনার ভিত্তি হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে’
হাসিনা সরকারের পতন হয়েছে তার অত্যাচারের কারণে: সারজিস আলম
বিতর্ক পিছু ছাড়ছে না কপিল শর্মার, উঠেছে বর্ণবাদের অভিযোগ
ঝিকরগাছায় মসজিদের মাইক চুরি, বিক্রির সময় ২ চোর হাতেনাতে ধরা
আবারও এমসিসিআই’র সভাপতি হলেন কামরান
বিশ্ব আদিবাসী দিবস
মুসলিম শাসন বাংলায় শান্তি ও সমৃদ্ধি আনে
ড. মুহাম্মদ ইউনূসের সময়োপযোগী ও বাস্তবোচিত ভাষণ
চীন-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব
আইবিএফবিতে নতুন নেতৃত্ব
স্মৃতিসৌধ থেকে আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা
জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন
১০০ বিলিয়নের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের আদানি-আম্বানি
যারা আমার বিরোধী ছিল তারা এখন বন্ধু হতে চায় : ট্রাম্প