স্কাউট আন্দোলন জোরদার করতে হবে
০৮ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম

প্রতি বছরের ন্যায় এবছরও আজ ৮ এপ্রিল সারাদেশে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছেÑ ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’। এর আলোকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে দেশের প্রতিটি শাখাকে বাংলাদেশ স্কাউটস সদর দপ্তর আহ্বান জানিয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটের পক্ষ থেকে কিছু কথা জাতির সামনে তুলে ধরা প্রয়োজন মনে করছি। বিশ^ব্যাপী স্কাউটিং একটি সামাজিক আন্দোলনের নাম। বিশে^র ১৬১টি দেশে তিন কোটিরও বেশি সদস্য স্কাউট আন্দোলনের সাথে জড়িত। বাংলাদেশ বিশ^ স্কাউট সংস্থার ১০৫তম সদস্য। বর্তমানে বাংলাদেশে স্কাউট সদস্যের সংখ্যা প্রায় ২৩ লক্ষ। সংখ্যার বিচারে বাংলাদেশ স্কাউটের অবস্থান বিশে^ ৫ম (পঞ্চম)। নৈতিক অবক্ষয় রোধ, সৃষ্টির সেবার মাধ্যমে ¯্রষ্টার সন্তুষ্টি অর্জন, সমাজ থেকে বৈষম্য দূরীকরণ ও একটি আত্মপ্রত্যয়ী দেশ গঠনে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম।
১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েল ব্রাউনসি দ্বীপে মাত্র ২০ জন বালক নিয়ে প্রথম স্কাউট ক্যাম্পের মধ্য দিয়ে স্কাউটিংয়ের যাত্রা শুরু করেন। পরবর্তীতে মেয়েদের জন্য ১৯১০ সালে, কাবদের জন্য ১৯১৪ সালে এবং রোভারদের জন্য ১৯১৮ সালে শাখা ভিত্তিক স্কাউটিংয়ের প্রবর্তন করা হয়। শিশু কিশোর ও তরুণদের মধ্যে নানা প্রশিক্ষণের মাধ্যমে মানবিক গুণাবলীর বিকাশে দক্ষতা অর্জনপূর্বক একটি সৌভাতৃত্বপূর্ণ বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনে স্কাউটিংয়ের জুড়ি নেই। স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম ব্যাচের সর্বোচ্চ পদক ‘প্রেসিডেন্ট স্কাউট’ বা রাষ্ট্রপতি সনদ (পদক) প্রাপ্ত স্কাউট লিডার হিসেবে আমি বর্তমান সময়ে বাংলাদেশে স্কাউট আন্দোলনকে জোরদার করার স্বপক্ষে জোরালো মত প্রকাশ করছি। একটি মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক অস্থিরতা, কিশোরগ্যাং, হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও নৈতিক অবক্ষয় রোধে স্কাউট তারুণ্যকে জাগিয়ে তোলার একটি অনন্য উপায়।
স্কাউটিংকে বলা হয় ‘Total Education for Life’ যাকে ‘একের ভিতরে সব’ (All in One) ও বলা হয়। কারণ, এর মধ্যে রয়েছে খেলাধুলা, প্রযুক্তি বিদ্যা, আত্মরক্ষার কৌশল, সাংস্কৃতির চর্চা, প্রাথমিক প্রতিবিধান (ফাস্ট এইড), শরীর চর্চা, ধর্ম-চর্চা, ব্লাড ব্যাংক, সমাজ সেবা, বৃৃক্ষরোপণ, বাগান করা, মাছ চাষ, অগ্নি নির্বাপন, পশুপালন, পাখিপালন, পরিভ্রমণ, তাঁবুবাসী, তাঁবু জলসা, পাইওনিয়ার প্রজেক্ট তৈরি, বে-সামরিক প্রতিরক্ষা, হাইকিং, ট্রেকিং, কমিউনিটি পুলিশিংসহ নেতৃত্ব গঠনমূলক প্রভৃতি নানামুখী কার্যক্রম। স্কাউটিংয়ের তিনটি শাখা যথাক্রমে কাব (প্রাথমিক বিদ্যালয় স্কাউটিং), স্কাউট ও রোভার। স্কাউটিংয়ে প্রতিটি কাজ হাতেকলমে শিক্ষা দেয়া হয়। এর ৭৫ ভাগ কাজ হচ্ছে মুক্তাঙ্গন ভিত্তিক। উপদল পদ্ধতিতে ছোট ছোট ভাগ করে ৮ জনের প্রতিটি উপদলে একজনকে লিডার বানানো হয়। দক্ষতা ও পারদর্শিতা ২ প্রকারের ব্যাজ পদ্ধতির মাধ্যমে সদস্যদের ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জনে উৎসাহিত করা হয়। কাব ও স্কাউটরা যে কক্ষে বসে নিয়মিত কাজ পরিচালনা করে তাকে ‘স্কাউট ডেন’ বলা হয়। প্যাক মিটিংয়ের মাধ্যমে স্কাউট প্রোগ্রামগুলো প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। এতে সেবার মাধ্যমে আত্মোন্নয়ন ঘটানো হয়।
স্কাউট আন্দোলনের তিনটি মূলনীতি: ১) ডিউটি টু ক্রিয়েটর (¯্রষ্টার প্রতি দায়িত্ব), ২) ডিউডি টু সেলফ (নিজের প্রতি দায়িত্ব) ও ৩) ডিউটি টু আদার্স (সমাজের প্রতি দায়িত্ব)। স্কাউটকে অপরের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। স্কাউটদের শ্লোগান হলো ‘প্রতিদিন কারো না কারো উপকার করা’ (Do a Good twin daily), এটা হতে পারে খুবই ছোট কাজ। যেমন: রাস্তা থেকে একটা কলার খোসা সরিয়ে ফেলা, একজন অন্ধকে রাস্তা পার করিয়ে দেয়া, তৃষ্ণার্থকে পানি পান করানো ইত্যাদি। কাবদের মটো হচ্ছে ‘যথাসাধ্য চেষ্টা করা’। স্কাউটের লক্ষ্য হচ্ছে আমি আমার আত্ম-মযার্দার ওপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে, ১। আমি আমার ¯্রষ্টা ও দেশের প্রতি কর্তব্য পালন করতে; ২। সর্বদা অপরকে সাহায্য করতে; ৩। স্কাউট আইন মেনে চলতে আমি আমরা যথাসাধ্য চেষ্টা করবো। স্কাউট আইন সাতটি: ১. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী, ২. স্কাউট সকলের বন্ধু, ৩. স্কাউট বিনয়ী ও অনুগত, ৪. স্কাউট জীবের প্রতি সদয়, ৫. স্কাউট সদা প্রফুল্ল, ৬. স্কাউট মিতব্যয়ী, ৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল, স্কাউটের মূলমন্ত্র ‘সদাপ্রস্তুত’। স্কাউট শপথ হচ্ছে: আমি সর্বদা আল্লাহ্ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে এবং স্কাউট এর ১০টি আইন মেনে চলতে যথাসাধ্য চেষ্টা করবো।
আমি নিজেও ছাত্র জীবনে একজন পেট্রোল লিডার ও ট্রুপলিডার হিসেবে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করি। ১৯৭৮ সালে ঢাকার গাজীপুর মৌচাকে ৮ দিন ব্যাপী (২১-২৯ জানুয়ারি) অনুষ্ঠিত প্রথম বাংলাদেশ জাতীয় স্কাউট ওয়ার্ল্ড জাম্বুরীতে অংশগ্রহণ করি। এতে সারাদেশ ও বিশে^র বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী স্কাউটদের সাথে ভাববিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং বন্ধুত্ব হয়। দেশের প্রধান স্কাউট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে দীর্ঘ ১১ মাইল ম্যারাথন/ওয়ার্কথনে অংশগ্রহণ করি। স্কাউটিং একটি অহিংস অসাম্প্রদায়িক অরাজনৈতিক প্লাটফর্ম, যার মাধ্যমে দেশ ও জাতি গঠনের সুর্বণ সুযোগ রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সু-পথে পরিচালিত হয় এবং তাদের মধ্যে মহান প্রভু, পিতা-মাতা ও শিক্ষকের প্রতি আনুগত্য সৃষ্টি হয়। বাংলাদেশ স্কাউটস একটি জাতীয় ধরনের প্রতিষ্ঠান হলেও এটি একটি আন্তর্জাতিক আন্দোলনের অংশ। স্কাউট বলতে এক কথায় কাবস্ স্কাউট, বয়-স্কাউট, রোভার স্কাউট ও সী-স্কাউট প্রভৃতিকে বুঝায়।
বাংলাদেশ স্কাউট সংগঠিত হয়েছে রাষ্ট্রপতির ফরমান দ্বারা। বর্তমানে বাংলাদেশ স্কাউটস-এর পক্ষে থেকে চট্টগ্রাম অঞ্চলসহ সারাদেশে স্কাউট আন্দোলনকে জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ আন্দোলনকে ভবিষ্যতে সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে বর্তমান জাতীয়, আঞ্চলিক ও জেলা স্কাউট এবং এডহক কমিটিগুলো আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। পাড়ায়-পাড়ায়, মহল্লায়, মহল্লায় স্কাউটট্রুপ খুলতে পারলে স্কুলের শিক্ষার্থীরা নিজ পাড়া মহল্লায় বসে স্কাউটিং করতে পারবে। এ কাজের জন্য প্রচুর স্কাউট লিডার সৃষ্টি করা দরকার। উদ্যোমী লোকদের ট্রেনিং দিয়ে এ আন্দোলনকে ছড়িয়ে দেয়ার উদাও আহ্বান জানাচ্ছি। বয়-স্কাউট সৃষ্টি করতে হলে রোভার স্কাউট বৃদ্ধি করতে হবে। প্রত্যেক স্কুলের পি.টি টিচারকে স্কাউটিংয়ের প্রশিক্ষণ দিতে হবে। ছাত্রীদের জন্যও গার্লস গাইড আন্দোলন জোরদার করা অত্যন্ত জরুরি, এতে সামাজিক বৈষম্য দূর হয় এবং এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা কেটে যায়, বেকারত্ব ঘুচে যায়, উদ্যোক্তা হওয়ার যোগ্যতা সৃষ্টি হয়। হতাশা আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ। আর আত্মনির্ভরশীল হতাশামুক্ত উন্নত নৈতিক জীবন গঠনে স্কাউটিং আলোর মশাল জ্বালাতে পারে। আশা রাখি, সরকার এ ব্যাপারে বাজেটে বিশেষ বরাদ্দের ব্যবস্থা রাখবে, যাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামে গ্রামে এ আন্দোলনকে ছড়িয়ে দেয়া যায়।
লেখক: আইনবিদ, প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত স্কাউট লিডার, সহ-সভাপতি চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটস ও মহাসচিব, বাংলাদেশ হিউম্যান রাইটাস ফাউন্ডেশন-বিএইচআরএফ।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ইসরায়েলি অবরোধে ত্রাণহীন গাজায় মানবিক বিপর্যয়

ড. ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধি আনবে, প্রত্যাশা আমিরাত প্রেসিডেন্টের

নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বোনের

জীবিত অভিবাসীদের ‘মৃত’ ঘোষণা করে তাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন

বঙ্গোপসাগরে ৪ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮

এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬০৮

নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি

রামগতিতে চাঁদা না দেয়ায় কিশোর গ্যাং সদস্যদের হামলায় দিনমজুর আহত, আটক ১

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত

ছাগলনাইয়ায় অস্ত্রসহ যুবক আটক

এবার এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে

যাত্রী বেশে সিএনজি অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ২

নগরকান্দায় বৃষ্টিতে কাঁদায় পিচ্ছিল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান