সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নজিরবিহীন একতরফা নির্বাচন ও দেশের ভাবমর্যাদা
১৭ মার্চ ২০২৩, ০৭:৫৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৮ এএম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এলাকায় যা ঘটেছে, তা এককথায় নজিরবিহীন। আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে নির্বাচনের ব্যাপারে সক্রিয়তা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তা ধাক্কা-ধাক্কি, হাতাহাতির পর্যায়ে যাবে, সেটা অপ্রত্যাশিত। অথচ, তাই ঘটেছে। আইনজীবীরা আইনের মানুষ, উচ্চ শিক্ষিত এবং জনসাধারণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তাদের অনিবার্য ভূমিকার কথা কারো অজানা নেই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে থেকে প্রধানত হাইকোর্ট-সুপ্রিম কোর্ট বিভাগের বিচারপতি নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। তারাই চূড়ান্ত বিচার নিষ্পন্ন করেন। সেই আইনজীবীদের আচরণই যদি মারাদাঙ্গা হয়, পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনে তারা কার্পণ্য দেখান, তাহলে তাদের ও অন্যদের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? অতীতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ করা গেলেও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। এক সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের নজির তুলে ধরতে গিয়ে সাংবাদিক ইউনিয়ন ও আইনজীবী সমিতিসমূহের নির্বাচনের কথা বলা হতো। বলা হতো, প্রকৃত নির্বাচন একেই বলে। এখন আর একথা জোরের সঙ্গে বলার উপায় নেই। অনেকেই অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে দু’দিন যে কা--কীর্তি হয়েছে, তাতে নির্বাচনী ব্যবস্থাই সম্পূর্ণ ভেঙ্গে গেছে। শেষ পর্যন্ত নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা অংশ নেননি। দু’দিনের নির্বাচন ব্যাপক পুলিশ প্রহরার মধ্যে সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগপন্থী আইনজীবীরাই একতরফা ভোট দিয়েছেন।
নির্বাচন ঘিরে পুলিশের ভূমিকা ও আচরণ সঙ্গতভাবেই ব্যাপক আলোচনায় এসেছে। নির্বাচনের প্রথম দিন বিএনপিপন্থী আইনজীবীদের ভোট কেন্দ্র থেকে পুলিশ বের করেই দেয়নি, তাদের গায়ে হাতও তুলেছে। পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদেরও বেধড়ক মারধর করেছে। তাদের ক্যামেরা-মাইক্রোফোন কেড়ে নিয়েছে। ১০-১২ জন সাংবাদিক ওইদিন পুলিশী নির্যাতনের শিকার হয়েছে। ভোট একতরফা করার ক্ষেত্রে পুলিশের সক্রিয় সহযোগিতার অভিযোগ রয়েছে। দ্বিতীয় দিনও পুলিশের ব্যাপক উপস্থিতিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। বিএনপির আইনজীবীরা দু’দিনের ভোট চিত্র আপিল বিভাগের বিচারপতিদের সামনে তুলে ধরেছেন। সেখানে পুলিশের ভূমিকাও উল্লেখ করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে পুলিশ যেভাবে হস্তক্ষেপ করেছে, একতরফা কাজকর্ম করেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনেও তারই পুনরাবৃত্তি করেছে। গত ১৪ ও ১৫ বছর পুলিশে ব্যাপক দলীয়করণ হয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষে নিজের পরিচয় তুলে ধরতে এখন অনেক পুলিশ সদস্য ও কর্মকর্তা গর্ববোধ করে। তারা রাষ্ট্রীয় বা পেশাগত দায়িত্ব পালনের চেয়ে দলীয়কর্মীর দায়িত্ব পালনে অধিকতর আগ্রহী। কারণ, এতে প্রদত্ত প্রমোশনের জন্য কোনো চিন্তা করতে হয় না। পুলিশ সাংবাদিকদের ব্যাপারে বরাবরই বিরূপ আচরণ প্রদর্শন করে থাকে। অথচ, সাংবাদিকতা ও পুলিশের কাজের মধ্যে প্রকৃত ও চেতনাগত মিল অনেক বেশি। তাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল মনোভাব থাকা উচিত। একে অপরের সহযোগী ও সহায়ক হওয়া উচিত। পুলিশের দিক থেকে এসব ব্যাপারে দুঃখজনক ঘাটতিই লক্ষ করা যায়। নির্বাচনসহ দলীয় বিভিন্ন স্বার্থে পুলিশকে যথেচ্ছ ব্যবহারের কারণে পুলিশের প্রতিষ্ঠানগত দুর্নাম ও অখ্যাতি যেমন বাড়ছে, তেমনি ভাবমর্যাদাও ক্ষুণœ হয়েছে।
পুলিশের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। বিচারবহির্ভূত হত্যাকা-, হেফাজতে মৃত্যু, মানবাধিকার লংঘন, মানুষের উপর দমন-পীড়ন, অন্যায়-দুর্নীতি, ঘুষ-চাঁদাবাজিসহ এমন কোনো অপরাধ নেই, যা থেকে পুলিশ মুক্ত। পুলিশের এরূপ পরিচিতি, ভূমিকা ও আচরণ নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্নের অবধি নেই। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন প্রভৃতি সংস্থা ও দেশের তরফে বিভিন্ন সময় বিরূপ ও সমালোচনামূলক মন্তব্য করা হয়েছে। যুক্তরাষ্ট্র তো র্যাব ও তার কতিপয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞাই আরোপ করেছে। গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বরাবরাই উদ্বেগ প্রকাশ করে আসছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের স্বাভাবিক ধারা প্রতিষ্ঠা এবং সব ধরনের মানবাধিকার লংঘনের ঘটনা রহিত করা তাদের দাবি। তারা এ নিয়ে সবকারের পর ওপর নিরন্তর চাপ সৃষ্টি করে যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, তাদের চাপ তত বাড়ছে। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বেনজির একতরফা নির্বাচন কী বার্তা দিলো? এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন তো বটেই, এমনকি, সংঘ-সমিতির নির্বাচনও সম্ভব নয়। এটা সরকারের ইমেজের জন্য, দেশের ইমেজের জন্য যে অত্যন্ত হানিকর, তাতে কোনো সন্দেহ নেই। দেশের অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো নয়। বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে তেমন কোনো সুখবর নেই। এমতাবস্থায়, বহির্বিশ্বের সহযোগিতা, উন্নয়ন অংশীদারদের সহায়তা খুবই দরকার। এ জন্য দেশের ও সরকারের গুড ইমেজের কোনো বিকল্প নেই। সরকার এ দিকে বিশেষ দৃষ্টি দেবে বলে আমরা আশা করি।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা