পাহাড়ে সংঘর্ষ ও প্রাণহানি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে
০৮ এপ্রিল ২০২৩, ০৮:০৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৬ এএম
গত শুক্রবার সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, রাত থেকে ভোর পর্যন্ত খামতাং পাড়ায় থেমে থেমে দুই সশস্ত্র গ্রুপ কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ সংস্কার)-এর মধ্যে দফায় দফায় গোলাগুলি চলে। পরে সকালে ঘটনাস্থলে সশস্ত্র পোশাক পরিহিত ৮টি গুলিবিদ্ধ লাশ মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। নিহতদের পোশাক দেখে ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সশস্ত্র শাখা কুকি চীন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর সদস্য। তাদের কাছে ভারি অস্ত্র থাকলেও তা বিরোধী সশস্ত্র গ্রুপের সদস্যরা নিয়ে গেছে। স্থানীয়দের অনেকেই বলেছেন, কেএনএফের সাথে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গুলাগুলিতে ৮ জন নিহত হয়। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী জানান, গত বৃহ¯পতিবার রাতে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর দুই গ্রুপের গোলাগুলিতে নিহতরা সবাই খ্যায়াং সম্প্রদায়ের। ঘটনার পর সেখানে লাশ উদ্ধারের জন্য সেনা বাহিনীর সদস্য ও পুলিশ পাঠানো হয়।
সশস্ত্র দুই গ্রুপের সংঘর্ষ এবং নিহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। ইদানিং পাহাড়ে সশস্ত্র কিছু সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণ ইত্যাদি অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালের ৭ জুলাই সকালে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস সংস্কার)-এর জেলা শাখার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি প্রজিত চাকমাসহ ৬ জন নিহত হওয়ার পর এই প্রথম ৮ জন একসাথে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি একের পর এক অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যাচ্ছে। গত ১২ মার্চ কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিত গুলিবর্ষণ করে। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং দুই সেনা সদস্য আহত হয়। গত ১৫ মার্চ রুমা উপজেলার কেওক্রাডং এলাকায় সীমান্ত সড়কের কাজ দেখতে যাওয়ার পর অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেন অপহৃত হন। এ সময় ট্রাক চালক এবং শ্রমিকও অপহৃত হন। এদের অপহরণ করে কেএনএফ। দুই জনকে ছেড়ে দেয়া হলেও ১৫ দিন পর অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেনকে মুক্তি দেয়া হয়। বলা হয়ে থাকে, তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ জেলা হিসাবে বিবেচিত হতো বান্দরবান। এখন সেই বান্দরবান অশান্ত হয়ে উঠেছে। ২০২১ সাল থেকে জেএসএস, জেএসএস সংস্কার, ইউপিডিএফ, ইউপিডিএফ সংস্কার, মগ পার্টি ও কেএনএফ-এর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন জেলার মধ্যে সবচেয়ে অশান্ত জেলা এখন বান্দরবান। পর্যবেক্ষকরা মনে করছেন, পাহাড়ে হরহামেশা এ ধরনের ঘটনা ঘটছে। এটা কোনোভাবেই অবহেলা করা যায় না। এসব ঘটনা নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা নাহলে, আরও বড় ধরনের ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।
পাবর্ত্য অঞ্চল স্বাধীনতার পর থেকেই অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষে সরকার পার্বত্য চুক্তি স¤পাদন করলেও তাতে পাহাড় শান্ত হয়নি। বরং বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে এবং নতুন পুরনো সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলো নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, প্রভাব বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে পড়ে। প্রায়ই এসব সংঘাতে প্রাণহানি ঘটে। অভিযোগ রয়েছে, কোনো কোনো সন্ত্রাসী গ্রুপ হামলা ও সন্ত্রাসী কর্মকা- করে পার্শ্ববর্তী দেশের সীমান্ত পার হয়ে যায়। তাদের মদদ দেয়ারও অভিযোগ রয়েছে। বলার অপেক্ষা রাখে না, পাবর্ত্য চট্টগ্রামের ভৌগলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন। ফলে এ অঞ্চল নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকা অস্বাভাবিক নয়। এ অঞ্চল অশান্ত থাকলে প্রকারন্তরে ভারতের লাভ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সরকার সবসময়ই পার্বত্য এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রেখেছে। এজন্য বিপুল অর্থ ব্যয় হচ্ছে। তারপরও কেন এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও অপরাধমূলক ঘটনা ঘটছে, তা তদারকি করা প্রয়োজন। এসব ঘটনা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেয়া বাঞ্চনীয়।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি