ঈদযাত্রা নিরাপদ হোক
১৭ এপ্রিল ২০২৩, ০৮:০৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:১০ এএম
দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর কড়া নাড়ছে। ঈদ উপলক্ষে নাড়ীর টানে লাখ লাখ মানুষ শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কেউ লঞ্চ, কেউ গাড়ি, কেউবা ট্রেনে। সারা বছর শহরে তথা পরিবারের বাইরে থেকে ঈদ উপলক্ষে কর্মজীবী মানুষ চায় পরিবার পরিজন সাথে নিয়ে নিশ্চিন্তে কিছু সময় কাটাতে। দুঃখজনক বিষয় হলো, ঈদ এলেই বেসরকারি সকল পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি পেয়ে যায় কয়েক গুণ। রাস্তায় নেমে আসে লাইসেন্স বিহীন হাজারো গাড়ি। যেগুলোর ড্রাইভার থাকে পুরোপুরি অদক্ষ এবং অধিকাংশ লাইসেন্স বিহীন। বাস কোম্পানিগুলোর প্রধান উদ্দেশ্য থাকে দ্রুততার সাথে যাত্রী আনানেওয়া করা। এক কোম্পানি আরেক কোম্পানির সাথে পাল্লা দিয়ে প্রধান সড়কগুলোতে প্রতিনিয়ত গাড়ি পরিচালনা করে থাকে। ফলে রাস্তায় হুটহাট করেই দুর্ঘটনা ঘটে। ঈদ পূর্ববর্তী সময়ে সড়ক দুর্ঘটনা আমাদের প্রতি বছরের নিয়মিত ঘটনা। অপরদিকে দেখা যায়, লঞ্চ কোম্পানিগুলো তাদের ত্রুটিযুক্ত লঞ্চ রংচঙ মাখিয়ে চালানো শুরু করে দেয়। একজনের যায়গায় ছয়জন উঠানো হয় লঞ্চে। এমন কোন যায়গা নেই যেখানে যাত্রী থাকে না। সহজভাবে বললে ধারণক্ষমতার কয়েকগুণ যাত্রী নিয়েই লঞ্চগুলো ঢাকা ছেড়ে গন্তব্যমুখী চলাচল শুরু করে। ফলস্বরূপ কখনো কখনো পথিমধ্যে ঘটে যায় নানান অনাকাক্সিক্ষত ঘটনা। এছাড়াও ঈদ যাত্রায় দেখা যায় লঞ্চের কেবিনগুলোতে নানা অপ্রিতকর ঘটনা ঘটে। অপরদিকে ঈদকে কেন্দ্র করে সড়ক এবং নদীপথে উপদ্রব বেড়ে যায় চোর এবং ডাকাতদের। কখনো চুরি, কখনো ডাকাতি, কখনো বা শারীরিক হেনস্তার মতো ঘটনা ঘটে প্রতি বছর। এসব বিষয়ে প্রসাশনের তেমন কোনো গুরুত্ব বা নজরদারি না থাকায় প্রতি বছরেই এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়ে থাকে অসাধু এই চক্র। ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দ তখনই বরবাদ হয়ে যায় যখন কোন একটা পরিবার কোনো অনাকাক্সিক্ষত ঘটনার শিকার হয়। তাই, ঈদ উপলক্ষে প্রসাশনের যেমন তৎপর হতে হবে, ঠিক তেমনি আমাদের সচেতন হতে হবে। অতিরিক্ত যাত্রী হয়ে গেলে পরবর্তী বাস, ট্রেন বা লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে। বেশি টাকা হাতে বা মানিব্যাগে না রেখে ব্যাংকে অথবা এটিএম কার্ডে রাখা নিরাপদ হবে। বাচ্চা সাথে থাকলে তাদের নিরাপত্তার জন্য পরিবারের লোকজনকেই সজাগ এবং সতর্ক হতে হবে। পাশাপাশি দেখা যায় লঞ্চ বা গাড়ি থেকে নেমেও বাড়ি পৌঁছার বাকি পথটুকু নিরাপদে পৌঁছার জন্য পরিবারের লোকজনের সাহায্য নিতে হবে।
মো. সায়েদ আফ্রিদী
শিক্ষার্থী, ঢাকা কলেজ
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান