বেসরকারি শিক্ষকরা এত অবহেলিত কেন?
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ এএম

শিক্ষকতা মহান পেশা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা কতটুকু মহান, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বছরের এমন দিন খুঁজে পাওয়া দুরুহ হবে, যেদিন শিক্ষকরা দাবি দাওয়া নিয়ে মাঠে নেই। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের আওয়াজ জোরালো হলে বেসরকারি শিক্ষকরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু সেটাতেও যে গুড়েবালি। চরম অর্থনৈতিক কষ্টের মধ্যে জীবনের সুন্দর বসন্তগুলি পার করেও যখন বেসরকারি শিক্ষকরা অবসরে যান তখন সেই কষ্টের আগুন যেন আরো বহু মাত্রায় বেড়ে যায়। তাদের অবসর আর কল্যাণের টাকা পেতে গলদঘর্ম হতে হয়। পদে পদে হয়রানির শিকার হতে হয়। ২০০৫ সাল থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা চালু করা হয়। শিক্ষক কর্মচারীরা দুটি সুবিধা পেয়ে থাকেন। একটি হল, সর্বশেষ বেসিকের ৭৫ মাসের টাকা (যদি চাকুরি ২৫ বছর পূর্ণ হয়) যেটি পেনশন নামে পরিচিত। অন্যটি হলো কল্যাণ তহবিলের টাকা। তবে শিক্ষকরা এই সুবিধা বিনা শর্তে পান না। তাদের কাছ থেকে ১০ শতাংশ হারে প্রতি মাসে বেতন থেকে কেটে রাখা হয়। ৬ শতাংশ অবসর ভাতার জন্য এবং ৪ শতাংশ কল্যাণ তহবিলের জন্য। পূর্বে ৬ শতাংশ কাটা হতো। পরবর্তীতে ৪ শতাংশ যুক্ত করা হয়। শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত হবার পর এই ৪ শতাংশ কর্তন শুরু হয়। এই কর্তন নিয়েও শিক্ষকদের মাঝে অস্বস্তি রয়েছে। যাহোক, শিক্ষক-কর্মচারীরা ১০ শতাংশ হারে দিয়ে যাচ্ছেন। কিন্তু অবসরে গিয়ে তাদের সেই গচ্ছিত টাকা ফেরত পেতে বিড়ম্বনার যেন শেষ নেই। পদে পদে হেনস্থা হতে হয় তাদের। তবে এটা স্বীকার করতে হবে যে আগের থেকে এখন হয়রানি অনেকটা কমেছে। তারপরও অবসর ভাতা পেতে তাদের বছরের পর বছর সময় লেগে যাচ্ছে। সরকার কয়েক ধাপে ঘাটতি পূরণে অর্থ বরাদ্দ দিয়েছে। তারপরও সবার পাওনা পরিশোধ সম্ভব হচ্ছে না। এখনো ঝুলে আছে লক্ষাধিক ফাইল। শিক্ষকদের অবসর সুবিধার গিঁট ছাড়ানোর জন্য যেন কেউ নেই। শিক্ষক-কর্মচারীদের হাহাকার যেন যথাযথ কর্তৃপক্ষের কানে পৌঁছায় না।
আন্দোলন-সংগ্রাম করতে করতেই শিক্ষকদের চাকরি জীবনের বেশিরভাগ সময় ব্যয় হয়ে যায়। অভাব-অনটনের সংসারে শুধু স্বপ্ন বুননই চলতে থাকে। সেই স্বপ্নের বাস্তবায়ন দেখা যায় না। বহুবার সংস্কার করার পরও অবসর সুবিধা পেতে শিক্ষকদের দৌড়ঝাঁপ চলে বিরামহীন। এখনো ৪/৫ বছর লাগে অবসরের টাকা হাতে পেতে। ৬০ বছর পর এমনিতেই বার্ধক্য ভর করে শরীরে, তার উপরে অবসর ভাতা প্রাপ্তির জ্বালা যেন জীবনকে দ্বগ্ধ করতে থাকে। শিক্ষক-কর্মচারীদের এই সমস্যা নিয়ে লেখালেখি কম হয়নি। অবশেষে হতাশ হৃদয়ে যেন আশার সঞ্চার হতে শুরু করেছে। আদালতের রায় যদি যথাযথভাবে মেনে চলা হয় তবে অসংখ্য শিক্ষককের সমস্যার সমাধান হবে। সময়ের সাথে সব কিছুর পরিবর্তন হয়। বেসরকারি শিক্ষকের ভাগ্যের পরিবর্তন যেন কোন জালে আটকা পড়েছিলো। ধীরে ধীরে জট খুলতে শুরু করেছে। সরকারি চাকরিজীবীরা যদি তাদের নির্ধারিত সময়ের মধ্যে অবসরের টাকা পেয়ে থাকেন তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কেন পাবেন না? এখন ডিজিটাল যুগ। প্রযুক্তি সব কিছুকে সহজ করে দিয়েছে। সকল এমপিওভুক্ত শিক্ষকের তথ্য-উপাত্ত এখন আপডেট আছে। কোন শিক্ষক কবে অবসরে যাবেন এটা কর্তৃপক্ষের খুব ভালো করে জানা আছে। তাই অবসরে যাওয়ার পর অনলাইনে আবেদন করলে খুব একটা বেশি সময় লাগার কথা নয় টাকা পেতে। বর্তমানে আবেদনের সাথে ব্যাংক একাউন্ট নম্বর চাওয়া হয় এবং সেখানে টাকা জমা হয়। এটা খুব ভালো একটি দিক। অবসরের টাকা পেতে শিক্ষক-কর্মচারীরা ম্যানেজিং কমিটির দ্বারাও হেনস্তার শিকার হন, এমন খবর বহুবার পত্রিকায় এসেছে। সেটা থেকে আপাতত পরিত্রাণ মিলেছে। সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে কোনো কিছুই কঠিন নয়। সদিচ্ছার প্রয়োজনটা সবচেয়ে বেশি দরকার। শিক্ষকদের আদালতের দ্বারস্থ হয়ে তাদের সুবিধা প্রাপ্তির জন্য লড়তে হচ্ছে। আদালত যে রায়টি দিয়েছে সেটি একটি যুগান্তকারী রায়। ৫ লাখ শিক্ষক-কর্মচারীর অবসর সুবিধা ৬ মাসের মধ্যে দেয়ার নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আদালতের এই নির্দেশনার পর বঞ্চিত শিক্ষকদের মুখে হাসি ফুটবে। কেননা, অবসর সুবিধা প্রাপ্তির জটিলতার মারপ্যাঁচে শিক্ষকরা দিশেহারা হয়ে পড়েছিলেন। প্রায়ই একটি কথা শোনা যায়, তহবিল সংকটের কারণে সবাইকে সময়মত অবসর সুবিধা দেয়া সম্ভব হয় না। এই যুক্তি কতটা খাটে? সরকারি চাকরিজীবীদের বেলায় এমন কথাতো শোনা যায় না। আমরা পদ্মাসেতু বানাতে পারি, বঙ্গবন্ধু টানেল করতে পারি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে পারি, অথচ শিক্ষকদের পাওনাটুকু সময়মত বুঝিয়ে দিতে যত ঝামেলা। কেন এই অপারগতা? এখন মেধাবীরা শিক্ষকতা পেশায় কোনো আগ্রহ দেখান না। আমার বাবা আজ থেকে ২৫ বভর আগে এমপিওভুক্ত স্কুল শিক্ষক হিসাবে অবসরে গেছেন। তখন তিনি রিক্ত হস্তে বিদায় নিয়েছেন। কানাকড়িও জোটেনি তার বিদায় বেলায়। তাই আমার বাবা আমাদের শিক্ষকতা পেশায় যেতে বারন করতেন। মহান পেশা হলেও তিনি এর ভিতরে লুকিয়ে থাকা জ্বালাটি বুঝতেন। শিক্ষকতা মহান পেশা এই বাক্যটির বহুমাত্রিক অপব্যবহার লক্ষ করি। শিক্ষকতা যদি মহান পেশাই হয়, তবে শিক্ষকদের এত দৈন্য কেন? তারা এত অবহেলার শিকার কেন? কেন তাদের প্রাপ্তি পেতে এত গলদ ঘর্ম হতে হয়? মহান পেশাকে কেন এত হীন চোখে দেখা হয়? মুখে শুধু মহানের বয়ান আর জিকির তুলে কী বার্তা দেয়া হয়? শিক্ষকদের কেন দিনের পর দিন প্রেসক্লাবে বসে দুআনা প্রাপ্তির জন্য ছালায় শুয়ে রাত কাটাতে হয়? শিক্ষকের চোখে মরিচের গুঁড়া কেন নিক্ষেপ করা হয়? যতবার শিক্ষকরা আন্দোলনে নেমেছে ততবার তারা চরম অপদস্তের শিকার হয়েছে। সাত-পাঁচ দিয়ে একটি শিশুবুঝ দিয়ে তাদের আন্দোলনের মাঠ থেকে সরিয়ে দেয়া হয়েছে। শিক্ষা নিয়ে সবাই বড় বড় স্বপ্ন দেখে। সরকারের স্বপ্নতো আরো বড়। কিন্তু শিক্ষকদের নিয়ে তাদের স্বপ্নগুলি এত ছোট কেন? যাদের দিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরই যদি করুণদশা হয়, তবে শিক্ষা কীভাবে আগে? সরকারি-বেসরকারি শিক্ষার বৈষম্য কেন করা হচ্ছে? বর্তমানে স্কুলের একজন সহকারী শিক্ষক ১২৫০০ টাকা বেতন পান। কীভাবে তার সংসার চলে? তার হাড়ির খবর কজন রেখেছে? বেকারের যুগে হয়তো উপায় নেই। তাই ১২৫০০ টাকাতেই নিজেকে বিসর্জন দিতে মরিয়া। ফেসবুক খুললে বেসরকারি শিক্ষকদের আহাজারি চোখে পড়ে। তারা কি উচ্চাকাক্সক্ষী? না, মোটেও না। সংসার চালিয়ে নেয়ার মতো বেতন হলে তারা খুশি। বেসরকারি শিক্ষকরা জাতীয়করণের জন্য কেন মরিয়া? দুটি কারণে তারা জাতীয়করণ চায়। ১. মাসিক বেতনটি মোটামুটি সন্তোষজনক, ২. অবসর সুবিধা পেতে কোনো হয়রানির শিকার না হওয়া। নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে বুদ্ধিজীবীরা গলা ফাটাচ্ছেন। কিন্তু এই কারিকুলাম যাদের দিয়ে বাস্তবায়ন করবেন তাদের নিয়ে কেন উচ্চবাচ্য হয় না? মাকে পুষ্টি না দিয়ে শিশুকে সুস্বাস্থ্যবান করার অবান্তর চেষ্টা মাত্র। কোনো একজন বুদ্ধিজীবীকে টিভিতে বয়ান করতে দেখলাম, ভালো শিক্ষার জন্য শিক্ষকদের উচ্চ বেতন প্রয়োজন নেই। কম বেতনেও ভালো শিক্ষা দেয়া যায়। আমার প্রশ্ন, তিনি তার সন্তানকে কোথায় পড়ান? স্বনামধন্য স্কুল-কলেজে সবাই বাচ্চা পড়াতে চায়। তারা কি জানেন না যে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলির শিক্ষকদের উচ্চ বেতন দেয়া হয়? যাহোক কলেবর বাড়াতে চাই না।
উচ্চ আদালত থেকে নির্দেশনা এসেছে অবসরের ৬ মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা পরিশোধ করতে হবে। অবসরের টাকা উত্তোলনে যে বিড়ম্বনা চলছিলো সেটা থেকে শিক্ষকরা পরিত্রাণ পাবে। কিন্তু কী হলো সেটার? বেসরকারি শিক্ষকদের এমনিতেই সমস্যার অন্ত নেই। তদুপরি, অবসরের টাকা পেতে ঘাম ঝরে যেত শিক্ষকদের। অনেক শিক্ষক আছেন যারা মারা গেছেন অথচ জীবদ্দশায় অবসরের টাকার মুখ দেখতে পারেননি। বয়সের ভারে জীবন যখন এমনিতেই চলতে চায় না, তখন অবসরের টাকা পেতে হিমালয়সম প্যারা জীবনকেই যেন অর্থহীন করে তোলে। বাংলাদেশে একজন শিক্ষকের প্রাপ্তি খুবই কম। অবসরে গিয়ে এককালীন কিছু টাকার মুখ দেখতে পান তারা। কিন্তু সেটা পেতে যখন চটি ক্ষয় হয়ে যায় এবং ঘুষ দিয়ে টাকা পেতে হয় তখন সেটা আনন্দময় না হয়ে বিষময় হয়।
সম্প্রতি পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায় যে, অর্থ সংকট তীব্র হওয়ায় অবসর ও কল্যাণের টাকার নিষ্পত্তি আরও জটিল থেকে জটিল হচ্ছে। গত ৬ মাস ধরে অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড বলতে গেলে অকার্যকর। কিন্তু কেন? এই সরকারতো শিক্ষাবান্ধব। কেন তবে অবহেলায় থাকবে এই সুবিধাগুলি? প্রায় ৭৪ হাজার আবেদন এখনো অনিষ্পন্ন অবস্থায় আছে। ৫ লাখের বেশি শিক্ষক-কর্মচারী আছেন। প্রতিবছর তাদের একটি অংশ অবসরে যাচ্ছেন। কিন্তু অবসর সুবিধা পেতে কেন এত জটিলতা? দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে অবসর ও কল্যাণের টাকা দেয়া হয়। তাদের কাছে প্রশ্ন করলে একই উত্তরÑ টাকা নেই। এ রকম জবাবতো সরকারি শিক্ষকদের ক্ষেত্রে নেই। সব অবহেলা কি তবে বেসরকারিদের ক্ষেত্রে? ৩৮ হাজার অবসর আর ৩৬ হাজার কল্যাণের ফাইল এখনো অনিষ্পন্ন। কবে হবে এর নিষ্পত্তি? খবরে প্রচার, শিক্ষকদের গচ্ছিত টাকা গায়েব। এটা তদন্ত হওয়া উচিত। ২০২১ সালের এপ্রিল পর্যন্ত আবেদন নিষ্পত্তি করা হয়েছে এবং মাদ্রাসার ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত নিষ্পত্তি করা হয়েছে। ১০ শতাংশ কর্তনের পরও সরকার থোক বরাদ্দ দেয়। তাতেও নাকি সমাধান হচ্ছে না। জরিপ মতে, ১০ শতাংশ কর্তনে মাসে ৭০ কোটি আসে। আর এফডিআর থেকে আসে ৩ কোটি। সব মিলিয়ে মাসে আসে ৭৩ কোটি। বছরে আসে ৮৭৬ কোটি। কিন্তু অবসরে প্রতিমাসে প্রয়োজন প্রতিমাসে ১১৫ কোটি টাকা। এক্ষেত্রে ৪২ কোটি প্রতি মাসে ঘাটতি। বছরে ৫০৪ কোটি ঘাটতি। সমস্যার সমাধান করতে দরকার ৫ হাজার কোটি টাকা। কিন্তু কোথা থেকে আসবে এই টাকা? তবে কি বেসরকারিদের দুর্ভোগ বাড়তেই থাকবে? কল্যাণের টাকা নিষ্পত্তি করতে দরকার ৩ হাজার ২শ কোটি। অবসরের পর সকল চাকরিজীবী ৬ মাসে সব পাওনা বুঝে পায়। কিন্তু বেসরকারিদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। এভাবেতো চলতে পারে না। সরকারকে এর সমাধানে নজর দিতে হবে।
লেখক: কবি ও কলামিস্ট।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

নেত্রকোনার খালিয়াজুড়িতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা

ইসরাইলী পণ্য বয়কটের দাবিতে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ

গাজীপুরে বিক্ষোভ মিছিল থেকে দোকানে হামলা গ্রেফতার ৪

ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে ইবি ছাত্রদলের বিক্ষোভ

লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা সড়ক ও নৌ-র্যালী

গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে চাঁদপুরে ল'ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ মিছিল

কৃষ্ণসাগরে বিশাল রুশ যুদ্ধ জাহাজ, স্যাটেলাইট ছবি দেখেই কাঁপছে ইউরোপ!

সুপ্রীম কোর্টের রায়ে ট্রাম্পের বিতাড়ন নীতি বহাল

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ৩৫

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৯ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী যুক্তরাজ্যে

শেষ পর্যন্ত লড়াই চালানোর ঘোষণা: ট্রাম্পের হুমকির জবাব দিলো চীন

কারিনা সুবিধার মেয়ে নয়,যা করবে, ভেবেচিন্তে কোরো

দাউদকান্দিতে শিক্ষার মানউন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধ -৩

সার্বজনীন স্বাস্থ্য-কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান: অধ্যাপক সায়েদুর রহমান

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দৌলতখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

ব্যাংকিং সেবার আধুনিকায়নে বাংলাদেশ ও দ. কোরিয়ান প্রতিষ্ঠানের চুক্তি

কঙ্গোর উত্তেজনার মধ্যে রুয়ান্ডায় গণহত্যার ৩১তম বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আড়াইহাজারে সুইডিশ কোম্পানির কারখানা স্থাপনে সমঝোতা সই