পুলিশের ওপর হামলা ও নব্য শাহবাগীদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখতে হবে
১৩ মার্চ ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ১৩ মার্চ ২০২৫, ১২:১১ এএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই অর্ন্তবর্তী সরকার বিরোধী তৎপরতা কার্যত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপতৎপরতায় রূপ নিয়েছে। ভারতের হিন্দুত্ববাদী সরকারের অনুগত মিডিয়া এবং বাংলাদেশের পতিত স্বৈরাচারের দোসর ও লেসপেন্সাররা যৌথভাবে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার ও চলমান রাজনৈতিক-প্রশাসনিক সংস্কারের উদ্যোগকে ব্যর্থ করে দিতে অপপ্রচার ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। গত বছর আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই সংখ্যালঘু ইস্যুসহ একের পর এক নানা ইস্যু সৃষ্টি করে শাহবাগে সরকার বিরোধী গণজমায়েত সৃষ্টির চেষ্টা করা হয়েছে। সম্প্রতি মাগুরায় ৮ বছরের আছিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলের অতি প্রতিক্রিয়া দেখা গেছে। বাংলাদেশে এ ধরণের ঘটনা নতুন নয়। ভারতে ধর্ষণের ঘটনা আরো অনেক ব্যাপক ও বিপজ্জনক অবস্থায় উপনীত হয়েছে। এ সপ্তাহেও ভারতে একটি পশ্চিমা পর্যটকদলের কয়েকজন পুরুষকে হ্রদে ফেলে দিয়ে হত্যা করে দুই ইসরাইলি নারীকে ধর্ষণ করা হয়েছে। শেখ হাসিনার আমলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতার ধর্ষণের সেঞ্চুরি পালনের খবর সবার জানা। এমনকি আছিয়ার চেয়ে আরো কম বয়েসী শিশুর ধর্ষিত হওয়ার ঘটনাও অতীতে ঘটেছে। তখন মানুষ এতটা প্রতিবাদে সোচ্চার হয়নি। বর্তমানে মানুষের এই সোচ্চার ভ’মিকাকে আমরা ইতিবাচক বলেই মনে করি। ধর্ষণের ঘটনার পর কথিত ও অভিযুক্তদের ধরে আইনের আওতায় আনা হয়েছে। অর্থাৎ অতীতের বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের রাষ্ট্র বেরিয়ে আসতে শুরু করেছে।
‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের একটি সংগঠন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রতিবাদ বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রা করলে সংগত কারণেই পুলিশ বাঁধা দেয়। কারণ, অনেক আগেই এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বিক্ষোভকারীদের গতিরোধ করলে কথিত সংগঠনের নেতাকর্মীরা মারমুখী হয়ে পুলিশের উপর হামলা ও উচ্ছৃঙ্খল আচরণ করে। এর প্রতিক্রিয়ায় পুলিশকেও তাদের বিরুদ্ধে মারমুখী হতে দেখা যায়। ধর্ষণ ও নিপীড়ন বিরোধিতার মত একটি স্পর্শকাতর ইস্যুকে কেন্দ্র করে ওরা শাহবাগে গণজমায়েতের চেষ্টা চালিয়েছে। পুলিশের উপর আগ্রাসী ভ’মিকায় পুলিশকে পাল্টা হামলা করে নতুন ইস্যু সৃষ্টি করতে চেয়েছে। তাদের সামগ্রিক কর্মকান্ডে স্পষ্টতই সেই নাস্তিক শাহবাগিদের ছায়া দেখা যাচ্ছে। এটা আরো স্পষ্ট হয়ে যায়, শাহবাগের সেই কুখ্যাত গলাবাজ লাকি আক্তারকে আবারো অতি তৎপর হয়ে সরকার বিরোধী অপপ্রচারে মাঠে নামতে দেখা যাচ্ছে। শাহবাগের গণজাগরণমঞ্চ ছিল ভারতীয় র’য়ের প্রযোজনায় বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী এজেন্ডা। সেই এজেন্ডার পথ ধরেই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল। শাপলা চত্বরের গণহত্যা, মিথ্যা মামলায় দেলোয়ার হোসাইন সাঈদির বিরুদ্ধে ফাঁসির রায়ের বিরুদ্ধে প্রতিবাদী জনতার উপর গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যার ঘটনার নেপথ্যে ছিল শাহবাগের গণজাগরণ মঞ্চের উস্কানি। বিচারের নামে দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদের হত্যা করা হয়। সে সব ঘটনার নেপথ্যের কুশীলবদের বিচার হওয়া জরুরি। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এখন শাহবাগের গণজাগরণ মঞ্চের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্যুত করা, ইসলাম বিদ্বেষী নাস্তিকদের অভয়ারণ্যে পরিনত করা এবং বিচারহীনতার সংস্কৃতিকে লালনের মধ্য দিয়ে বিগত স্বৈরাচারি সরকারের আমলে বাংলাদেশে গুম-খুনের পাশাপাশি ধর্ষণের মত অপরাধ বেড়ে যায়। এ দেশের ধর্মপ্রাণ মানুষ অশ্লীলতা, নারীর অবমাননা ও বল্গাহীন উচ্ছৃঙ্খলতাকে কখনো সমর্থন করেনি।
প্রধান উপদেষ্টা বরাবরে স্মারক লিপি দিতে গিয়ে পুলিশের বাঁধার কারণে দায়িত্বরত পুলিশের উপর কথিত আন্দোলনকারীদের আক্রমণে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের আত্মরক্ষামূলক ব্যবস্থাকে তারা আক্রমণ হিসেবে দেখিয়ে তারা শাহবাগে প্রতিবাদ বিক্ষোভে লাকি আক্তারের মত শাহবাগীর অপতৎরতা ছাত্র-জনতার নজরদারির মধ্যে রয়েছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক স্থানে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীষহ দেশের প্রায় সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন। সম্প্রতি লন্ডনের দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে ড. ইউনূস শেখ হাসিনার ধ্বংসযজ্ঞকে গাজার সাথে তুলনা করে বলেছেন, গাজায় ভবন ধ্বংস করা হলেও শেখ হাসিনা সব প্রতিষ্ঠান, নীতিমালা, মূল্যবোধ ও আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস করেছেন। পুলিশবাহিনী এখনো ট্রমা থেকে মুক্ত হতে পারেনি। তারা যখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ঘুরে দাঁড়াতে শুরু করছে, তখন পুলিশের উপর আক্রমন ও অপপ্রচার চালিয়ে তাদের মনোবল ভেঙ্গে দিতে চাইছে ষড়যন্ত্রকারিরা। গত আগস্টের পর থেকেই দেশকে অস্থিতিশীল করে তোলার দেশি-বিদেশি চক্রান্ত চলছে। গত শুক্রবার রাজধানীতে হিজবুত তাহরিরের খিলাফত মার্চ নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে। এ সময়ে এদের মাঠে নামালো কারা? এ সপ্তাহে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সেনাবাহিনীর আভ্যন্তরীণ শৃঙ্খলা ও চেইন অব কমান্ড নিয়ে মিথ্যা খবর ছেপেছে। বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় গণমাধ্যমের ভুয়া খবরের প্রতিবাদ করেছে। বাংলাদেশ সম্পর্কে বিশ্ব সম্প্রদায়ের কাছে ভুল বার্তা ছড়িয়ে সরকারের উপর চাপ সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসিকে সজাগ থাকতে হবে। এদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্র-জনতার রক্ত¯œাত নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় ক্ষমতা ও রাজনৈতিক দ্বন্দ্বের সুযোগে পতিত স্বৈরাচারের দোসর ও সহযোগিরা যেন আবারো মাথা তুলে দাঁড়াতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে-কাজী শিপন

সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তুরস্ক চুক্তি করবে, আশাবাদ ট্রাম্পের

বনফুল শোরুমে ইসরায়েলি পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছাতে পিএসসিতে পরীক্ষার্থীদের অবস্থান

নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি সাক্ষর করল বাংলাদেশ

রাজশাহীর চারঘাটে মদপানে দু’জনের মৃত্যু

১১ জেলেকে ট্রলারসহ অপহরণ আরাকান আর্মির

ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভাঙচুর-লুটপাটে চার মামলা, গ্রেপ্তার ৫৬

আনফিল্ডেই থাকছেন ফন ডাইক

সব সরকারি হাসপাতালে চালু হবে ফার্মেসি, স্বল্পমূল্যে মিলবে ওষুধ

স্যাট ফুটসাল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারাল ইরান

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে সংহতি সমাবেশ ও মানববন্ধন

বান্দরবানে গভীর রাতে বিএনপির অফিস ভাংচুর করেছে সন্ত্রাসারী

শিশু গুলিবিদ্ধের ঘটনা আইয়্যামে জাহেলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছে: রেজাউল করিম

‘গাজার মুসলিমরা আজ অভিভাবক শূন্য, মুসলিম নেতারা ইসরায়েলের হাতে জিম্মি’

বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্য-নিবাহী কমিটি ঘোষণা

দাউদকান্দিতে বসতঘর ও রান্নাঘর দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই

নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার-৪

১১ দিন পর কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পাঁচবিবিতে ফিলিস্থিনে ইসরাইলী হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ