ইতিকাফের ফজিলত

Daily Inqilab ড. আবদুল আলীম তালুকদার

২২ মার্চ ২০২৫, ০১:২৯ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৫, ০১:২৯ এএম

মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার নৈকট্য লাভ ও পাপরাশি মার্জনের এক অবারিত সুযোগ লাভের মাস রমজানুল মুবারক। এ মাসের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত ও শেষ ১০ দিন নাজাতের জন্য মহান আল্লাহ্ কর্তৃক নির্ধারিত। তবে এ মাসের শেষ ১০ দিন সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। এ সময় ইতিকাফের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সান্নিধ্যে এসে তাঁর সাথে বান্দাহ্র নিবিড় সম্পর্ক স্থাপনের সুযোগ করে দেয়। ইতিকাফ সম্পর্কে আল্লাহ্ তায়ালা সূরা বাক্বারার ১২৫ নং আয়াতে ইরশাদ করেন, ‘আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাহ্কারীদের জন্য পবিত্র রাখো।’

রাসূলুল্লাহ্ (স.) নিজে ইতিকাফ করেছেন এবং সাহাবাদেরও উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। তিনি বলেন, মসজিদ মুত্তাকিদের ঘর। যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করবে আল্লাহ্ তার প্রতি শান্তি ও রহমত নাযিল করবেন এবং পুলসিরাত পার-পূর্বক বেহেশতে পৌঁছবার জিম্মাদার হবেন। হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, ‘প্রতি রমজানের ১০ দিন রাসূলুল্লাহ্ (সা.) ইতিকাফ করতেন। তবে যে বছর তিনি ইন্তিকাল করেন সে বছর তিনি ২০ দিন ইতিকাফ করেন। (সহিহ বুখারি: ১৯০৩)। হযরত ইবনে উমার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ্ (স.) ইতিকাফ করতেন।’ (সহিহ মুসলিম: ১১৭১)।

আরবি শব্দ ‘ইতিকাফ’ এর আভিধানিক অর্থ স্থির থাকা বা অবস্থান করা, আবদ্ধ হওয়া, কোনো জিনিসকে বাধ্যতামূলকভাবে ধরে রাখা ইত্যাদি। ইসলামি শরিয়তের পরিভাষায়, আল্লাহ্তায়ালার সন্তুষ্টির লক্ষ্যে জাগতিক কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সওয়াবের উদ্দেশ্যে মসজিদে বা ঘরের নির্দিষ্টস্থানে অবস্থান করা বা স্থিতিশীল থাকাকে ইতিকাফ বলে। যিনি ইতিকাফ করেন তাকে ‘মুতাকিফ’ বলে। ইতিকাফের সর্বোত্তম স্থান হলো পবিত্র মসজিদুল হারাম। এরপর মসজিদে নববি। এরপর যথাক্রমে বাইতুল মুকাদ্দাস, জুমআ আদায়ের মসজিদ ও পাড়া-মহল্লার মসজিদ।

হযরত ইবনে রজব (রা.) বলেছেন, ‘ইতিকাফের উদ্দেশ্য হল সৃষ্টির সাথে সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করা এবং ¯্রষ্টার সাথে সম্পর্ক কায়েম করা। আল্লাহ্র সাথে পরিচয় যত দৃঢ় হবে, সম্পর্ক ও ভালোবাসা ততো গভীর হবে এবং তা বান্দাকে পুরোপুরি আল্লাহ্র কাছে নিয়ে যাবে।’ ইসলামি ধর্মতত্ত্ববিদদের মতে, ইতিকাফ তিন প্রকার। ১. সুন্নাত ইতিকাফ: রমযানুল মুবারকের শেষ ১০ দিন ইতিকাফ। এ ধরনের ইতিকাফকে সুন্নাতে মুয়াক্কাদাহ্ কিফায়াহ্ বলা হয়। গ্রাম-মহল্লা বা এলাকাবাসীর পক্ষে কোনো এক বা একাধিক ব্যক্তি এই ইতিকাফ করলে জনপদের সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে। তবে ওই জনপদের কেউ যদি ইতিকাফ না করে তাহলে সকলেই সুন্নাতে মুয়াক্কাদাহ্ বর্জনের দায়ে দায়ী হবেন। তবে আদায়ের ক্ষেত্রে যিনি বা যাঁরা আদায় করবেন, শুধু তিনি বা তাঁরাই সওয়াবের অধিকারী হবেন। ২. ওয়াজিব ইতিকাফ: মানতের ইতিকাফ ওয়াজিব। যেমন- কেউ বলল যে, আমার অমুক কাজ সমাধা হলে আমি এতোদিন ইতিকাফ করবো। যত দিন শর্ত করা হবে তত দিন ইতিকাফ করা ওয়াজিব। ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত। ৩. নফল ইতিকাফ: সাধারণত যেকোনো সময় ইতিকাফ করাকে নফল ইতিকাফ বলে। এর জন্য কোনো দিন কিংবা সময় নির্ধারিত নেই। অল্প সময়ের জন্যও ইতিকাফ করা যেতে পারে। এ জন্য মসজিদে প্রবেশের পূর্বে ইতিকাফের নিয়ত করে প্রবেশ করা উত্তম।

রমজানের ২০ তারিখ সূর্যাস্তের পূর্ব থেকেই ইতিকাফ শুরু করতে হবে এবং ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়া পর্যন্ত ইতিকাফ অবস্থায় থাকতে হবে। এই সময় কেউ ইতিকাফ করলে তিনি পূর্ণাঙ্গ ইতিকাফের সওয়াব অর্জন করতে পারবেন। ১০ দিনের কম যে কোনো পরিমাণ সময় ইতিকাফ করলে তা নফল ইতিকাফ হিসেবে গণ্য হবে। নফল ইতিকাফ ও অত্যন্ত ফজিলতপূর্ণ নেক আমল। তাই সম্পূর্ণ সুন্নাত ইতিকাফ পালন করতে না পারলে যতদূর সম্ভব নফল ইতিকাফ করাও গুরুত্বপূর্ণ। আত্মশুদ্ধির চর্চা ও আত্মার পবিত্রতা অর্জন করাসহ ইতিকাফ পালন করার মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা। এ ছাড়া রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করার আরো বিশেষ উদ্দেশ্য হলো শবে কদর অন্বেষণ করা; রমজানের শেষ দশক ইতিকাফ করলে শবে কদর প্রাপ্তি অনেকটা নিশ্চিত হয়। ইতিকাফের ফযিলত সম্পর্কে রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজানের রোজার শেষ ১০ দিন ইতিকাফ করবে, সে ব্যক্তি দু’টি হজ ও দু’টি উমরার সমপরিমাণ সওয়াব পাবে।’ (বুখারি ও মুসলিম)। এছাড়াও হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, ইতিকাফকারী সর্বপ্রকার পাপ হতে মুক্ত থাকে এবং অন্যরা বাইরে আমল করে যে নেকি লাভ করে সে ইতিকাফে থেকে বাইরের আমলগুলো না করেও সেই পরিমাণ নেকি লাভ করে। (ইবনে মাযাহ: ১৭৮১)।

ইতিকাফের কিছু শর্ত রয়েছে। যেমন, পুরুষদের ইতিকাফের ক্ষেত্রে এমন মসজিদে ইতিকাফ করতে হবে, যেখানে নামাজের জামাত হয়। জুমআর জামাত হোক বা না হোক। পক্ষান্তরে পুরুষদের মতো করে নারীদের ইতিকাফ করাও সুন্নাত। তবে মহিলাদের মসজিদের পরিবর্তে ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফ করা উত্তম। আর কারো যদি নামাজের জন্য নির্দিষ্ট স্থান না থাকে তাহলে নামাজের স্থানকে কাপড় দিয়ে ঘেরাও করে তাতে ইতিকাফের ব্যবস্থা করা যেতে পারে। এ বিষয়ে হযরত আয়িশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে তিনি বলেন, ‘রাসূলুল্লাহ্ (সা.) রমজানের শেষের দশকে ইতিকাফ করেছেন তাঁর ইন্তিকাল পর্যন্ত। এরপর তাঁর পূণ্যবতী স্ত্রীগণ ইতিকাফ করেছেন।’ (সহিহ মুসলিম: ২০০৬) ইতিকাফ সম্পর্কিত আরেকটি শর্ত হচ্ছে, ইতিকাফের নিয়ত করতে হবে। মহিলারা ইতিকাফ করা অবস্থায় তাদের পিরিয়ড অথবা প্রসব পরবর্তী রক্তক্ষরণ শুরু হলে ইতিকাফ ছেড়ে দিতে হবে।

ইতিকাফ অবস্থায় দুনিয়াবি কথাবার্তা, চিন্তা-ভাবনা থেকে দূরে থাকতে হবে। প্রতিটি সময় আল্লাহর স্মরণে এবং ইবাদত-বন্দেগীতে কাটাতে হবে। এ ক্ষেত্রে দৈনন্দিন প্রাকৃতিক যে সমস্ত কাজ রয়েছে, যেমন: প্র¯্রাব-পায়খানা, অজু-গোসল, ঘুম ইত্যাদি সবই করা যাবে, তবে এই সব কিছুই নিয়মের মধ্যে থেকে আদায় করলে, সেই ব্যক্তি তার ইতিকাফের মধ্যে পরিগণিত হবেন এবং পরিপূর্ণ ইতিকাফের সওয়াবের অধিকারী হবে। তবে ইতিকাফ অবস্থায় এমন সব কথা বলা ও কাজ করা বৈধ যাতে কোনো গুণাহ্ নেই। প্রয়োজনীয় সাংসারিক কথাবার্তা বলতেও নিষেধ নেই; তবে অহেতুক অযাচিত কথাবার্তা কোনোক্রমেই বলা দুরস্ত হবে না।

ইতিকাফ অবস্থায় ইতিকাফকারী ফরজ ইবাদতের বাইরে কোনো নফল ইবাদত না করলেও ইতিকাফের সওয়াব পাবেন। তবে অতিরিক্ত নফল ইবাদত করলে আরও বেশি ফযিলতের অধিকারী হবেন। যেমন- কুরআনুল কারিম তিলাওয়াত করা, বেশি বেশি নফল নামায আদায় করা, কাজা নামাজ আদায় করা, দুআ দরুদ পাঠ করা, জিকির-আজকার ও তাওবা-ইস্তিগফার করা। এছাড়া দীনি কথাবার্তা ও ধর্মীয় জ্ঞানচর্চা করা ও সওয়াবের কাজ। যেমন- কুরআন, হাদিস, ফিক্হ, তাফসির ইত্যাদি পাঠ করা ও তালিম করা।

রাসূলুল্লাহ্ (সা.) ইতিকাফ পালনকালে আল্লাহর স্মরণে পূর্ণ মনোনিবেশ করতেন। তিনি সারাক্ষণ মসজিদে অবস্থান করতেন। প্রাকৃতিক প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতেন না। হযরত আয়িশা (রা.) হতে বর্ণিত এক হাদিসে তিনি বলেন, ‘যখন তিনি ইতিকাফে থাকতেন তখন প্রয়োজন ছাড়া বাসায় আসতেন না।’ (সহিহ বুখারি: ২০২৯)।

ইতিকাফকারী এক নামাজের পর অন্য ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকেন, আর এ অপেক্ষার অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, ‘নিশ্চয় ফেরেশতারা তোমাদের একজনের জন্য দুআ করতে থাকে যতক্ষণ সে কথা না বলে, নামাজের স্থানে অবস্থান করে। তারা বলতে থাকে, আল্লাহ্ তাকে ক্ষমা করে দিন, আল্লাহ্ তার প্রতি দয়া করুন, যতক্ষণ তোমাদের কেউ নামাজের স্থানে থাকবে এবং নামাজ তাকে আটকে রাখবে, তার পরিবারের কাছে যেতে নামাজ ছাড়া আর কিছু বিরত রাখবে না, ফেরেশতারা তার জন্য এভাবে দুআ করতে থাকবে। (সহিহ্ মুসলিম: ৬০১১)।
পরিশেষে বলা যায় যে, আত্মার পরিশুদ্ধি অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করার উত্তম পন্থা হলো ইতিকাফ। মানবিক সব চিন্তা-চেতনার ঊর্ধ্বে অবস্থান করে একজন মানুষ ইতিকাফে একান্তে আল্লাহ্র ধ্যানে বসার সুযোগ লাভ করেন। এ একান্ত যাপন প্রক্রিয়ার প্রভাব সীমাহীন। ইতিকাফ একজন মানুষের ওপর এমনভাবে নৈতিক ও আধ্যাত্মিক প্রভাব বিস্তার করে, যা তাকে দীর্ঘদিন আল্লাহ্র পথে পরহেজগারির সঙ্গে পরিচালিত হতে সহযোগিতা করে। ইতিকাফের ফযিলত সম্পর্কে হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফ করবে, আল্লাহ্ তাআলা তার এবং জাহান্নামের আগুনের মধ্যে তিনটি পরিখার দূরত্ব সৃষ্টি করবেন। প্রত্যেক পরিখার প্রশস্ততা দুই দিগন্ত তথা আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের চেয়েও বেশি। (শুআবুল ইমান, বায়হাকি: ৩৬৭৯)।

লেখক: কবি, প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, শেরপুর সরকারি মহিলা কলেজ, শেরপুর।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

স্কাউট আন্দোলন জোরদার করতে হবে
ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র : শহীদ জিয়া ও বেগম জিয়ার বিএনপি এবং আজকের বিএনপি
গাজাবাসীর ডাকে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি
মিয়ানমারে ভূমিকম্প এবং আমাদের ভয়
ড. মুহাম্মদ ইউনূসের উচিৎ কথা
আরও
X

আরও পড়ুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে সংহতি সমাবেশ ও মানববন্ধন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে সংহতি সমাবেশ ও মানববন্ধন

বান্দরবানে গভীর রাতে বিএনপির অফিস ভাংচুর করেছে সন্ত্রাসারী

বান্দরবানে গভীর রাতে বিএনপির অফিস ভাংচুর করেছে সন্ত্রাসারী

শিশু গুলীবিদ্ধের ঘটনা আইয়্যামে জাহেলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছে: রেজাউল করিম

শিশু গুলীবিদ্ধের ঘটনা আইয়্যামে জাহেলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছে: রেজাউল করিম

‘গাজার মুসলিমরা আজ অভিভাবক শূন্য, মুসলিম নেতারা ইসরায়েলের হাতে জিম্মি’

‘গাজার মুসলিমরা আজ অভিভাবক শূন্য, মুসলিম নেতারা ইসরায়েলের হাতে জিম্মি’

বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্য-নিবাহী কমিটি ঘোষণা

বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্য-নিবাহী কমিটি ঘোষণা

দাউদকান্দিতে বসতঘর ও রান্নাঘর দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই

দাউদকান্দিতে বসতঘর ও রান্নাঘর দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই

নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার-৪

নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার-৪

১১ দিন পর কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

১১ দিন পর কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পাঁচবিবিতে ফিলিস্থিনে ইসরাইলী হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাঁচবিবিতে ফিলিস্থিনে ইসরাইলী হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিরলে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ চরমে যে কোন মহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

বিরলে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ চরমে যে কোন মহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

প্রশিক্ষণ সঠিক ভাবে গ্রহন করলে দক্ষ গ্রাম পুলিশ গড়া সম্ভব- সিলেটে মহাপরিচালক আব্দুল কাইয়ূম

প্রশিক্ষণ সঠিক ভাবে গ্রহন করলে দক্ষ গ্রাম পুলিশ গড়া সম্ভব- সিলেটে মহাপরিচালক আব্দুল কাইয়ূম

মালয়েশিয়া এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দিলেন স্বর্ণা দাস

মালয়েশিয়া এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দিলেন স্বর্ণা দাস

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের বিচারককে অবরুদ্ধ করে যাত্রীকে মারধর ১০ শ্রমিক বহিস্কার

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের বিচারককে অবরুদ্ধ করে যাত্রীকে মারধর ১০ শ্রমিক বহিস্কার

বন্দরে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিক ব্যবসায়ীকে অপহরনের ঘটনায় সংবাদ সম্মেলন

বন্দরে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিক ব্যবসায়ীকে অপহরনের ঘটনায় সংবাদ সম্মেলন

জকিগঞ্জে যুবদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবীতে বিক্ষোভ

জকিগঞ্জে যুবদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবীতে বিক্ষোভ

বরগুনায় পুলিশ কনস্টেবল চাকরিতে ঘুষ বাণিজ্য, ২ প্রতারক কারাগারে

বরগুনায় পুলিশ কনস্টেবল চাকরিতে ঘুষ বাণিজ্য, ২ প্রতারক কারাগারে

কুলাউড়ায় পুলিশের উপর হামলা ও আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগ,আটক  ৪

কুলাউড়ায় পুলিশের উপর হামলা ও আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগ,আটক ৪

প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার-থানায় অভিযোগ

প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার-থানায় অভিযোগ

নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

জিম্বাবুয়ের বিপক্ষে নেই তাসকিন, নতুন মুখ তানজিম

জিম্বাবুয়ের বিপক্ষে নেই তাসকিন, নতুন মুখ তানজিম