শুটিং ফ্লোরে চা না পেয়ে ক্ষোভ অভিনেত্রী রুকমা রায়ের
তৃণার ছোঁয়া লাগল কি এবার রুকমার গায়ে? এই নিয়ে টলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। কিছুদিন আগেই মাতঙ্গীর শুটিং ফ্লোরে তৃণা সাহা আর সোহিনী সরকারের মুখোমুখি দ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এসেছে। ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সিরিজ থেকে সরে গিয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি শুটিং ফ্লোরে অভব্য আচরণ করেছেন। এমনভাবে চিৎকার করেছেন, তাতে রীতিমতো বীতশ্রদ্ধ অনেকেই। যদিও তৃণার...