‘ডন থ্রি’তে থাকছেন না শাহরুখ, নতুন ‘ডন’ হচ্ছেন রণবীর
চলতি বছরের শুরু থেকেই বলিউডে শোনা যাচ্ছিল, দর্শকপ্রিয় ডন সিনেমা ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণ হতে চলেছে। খুব শীঘ্রই পরিচালক ফারহান আখতার ‘ডন থ্রি’ নিয়ে হাজির হচ্ছেন। সম্প্রতি ‘ডন-থ্রি’ নিয়ে বড় ঘোষণা করলেন পরিচালক-প্রযোজক ফারহান আখতার। এই সিনেমার হাত ধরে নতুন যুগের সূচনা হতে চলেছে বলে জানালেন তিনি। গুঞ্জন ছিল ‘ডন-থ্রি’ করতে আর রাজি নন শাহরুখ, তার পরিবর্তে দেখা যাবে রণবীর...