চুক্তিবদ্ধ হওয়ার পর অতিরিক্ত পারিশ্রমিক দাবি শাকিবের, পরিচালকের আক্ষেপ
১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম
ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বেশ কয়েক বছর ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করছেন তিনি। কয়েক মাস আগেও শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণ করার কথা ভাবলে ৫০ লাখ টাকায় কাজ করা যেত। তবে গেল ঈদের মুক্তিপ্রাপ্ত শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি সুপারহিট হওয়ায় পারিশ্রমিক বাড়িয়েছেন এ নায়ক। এখন শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে হলে গুনতে হবে এক কোটি টাকা। ৫০ লাখ থেকে শাকিবের পারিশ্রমিক অর্ধেক বেড়ে এখন এক কোটি টাকা।
এদিকে ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণের আগে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন তার নতুন সিনেমা ‘নীল দরিয়া’-তে অভিনয়ের জন্য চূড়ান্ত করেন শাকিব খানকে। সে সময় পারিশ্রমিক বাবদ ৪০ লাখ টাকা পরিশোধ করা হয় শাকিব খানকে। সিনেমাটির শুটিং শিডিউল ছিল ২০ জুলাই থেকে। কিন্তু তখন ‘প্রিয়তমা’ সিনেমার জন্য শুটিং পিছিয়ে যায় ‘নীল দরিয়া’র। এরপর গত ঈদ ঈদুল আজহায় মুক্তি পায় ‘প্রিয়তমা’। সিনেমাটি হিট হওয়ার পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন ঢালিউড তারকা।
জানা গেছে, নির্ধারিত পারিশ্রমিকে চূড়ান্ত হওয়ার পরেও ‘নীল দরিয়া’ সিনেমায় কাজ করছেন না শাকিব খান। যেখানে কয়েক মাস আগেও তার পারিশ্রমিক ছিল ৩৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে। কিন্তু প্রিয়তমা সিনেমা মুক্তির পর পারিশ্রমিক ১ কোটি টাকা চাইছেন শাকিব খান। আর এ কারণেই আটকে যায় ‘নীল দরিয়া’ সিনেমার সব কাজ।
এ ব্যাপারে বদিউল আলম খোকন জানিয়েছেন, এখন শাকিব খানকে দিয়ে ‘নীল দরিয়া’ সিনেমা করতে হলে ৪০ লাখ টাকার সঙ্গে আরও ৬০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেছেন তিনি। পূর্বে পারিশ্রমিক হিসেবে নেয়া ৪০ লাখ টাকা প্রযোজককে ফেরত দিয়েছেন সে।
বদিউল আলম বলেন, ‘‘শাকিব খানকে আমরা টাকা দেয়ার সময় তার পারিশ্রমিক ছিল ৩৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে। আমরা ৪০ লাখ টাকা দিয়েছিলাম। শুটিংয়ের জন্য ২০ জুলাই থেকে শিডিউল দিয়েছিলেন। সেভাবেই সব প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু কিছুদিন পর হঠাৎ করেই সে জানায়, ঈদুল আজহার জন্য ‘প্রিয়তমা’ করে তারপর ‘নীল দরিয়া’ করবেন। আমিও মেনে নেই। ঈদে ‘প্রিয়তমা’ হিট হয়। আর শাকিব খানও মত পাল্টায়, পারিশ্রমিক বাড়িয়ে দেন।’’
তিনি আরও বলেন, ‘‘আগের নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাইছেন না শাকিব খান। তাকে নিয়ে এখন কাজ করতে হলে ৪০ লাখের সঙ্গে আরও ৬০ লাখ টাকা দিতে হবে। মোট এক কোটি টাকা। কিন্তু আমরা তার সঙ্গে কথা চূড়ান্ত করার সময় যে পারিশ্রমিক ছিল, সেটি দিয়েই চূড়ান্ত করা হয়েছিল।’’
আফসোস করে এ পরিচালক বলেন, ‘‘এখন নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে এক কোটি বা দুই কোটি টাকা সে নিতেই পারেন। এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকে চূড়ান্ত করেছি। এখন সে আমাদের কাছে এটা দাবি করতে পারেন না। তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে হবে না তো। এটা খুব অন্যায়। এ পরিচালক শাকিব খানের কাছে প্রশ্ন রেখে বলেন, প্রিয়তমা সিনেমা যদি হিট না হতো তাহলে কি ৪০ লাখ থেকে ২০ লাখ টাকা প্রযোজককে সে ফেরত দিতেন?’’
উল্লেখ্য, পরিচালক বদিউল আলম খোকনের সঙ্গে জুটি হিসেবে শাকিব খান বেশ কিছু সিনেমা করেছেন। ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘একবার বলো ভালোবাসি’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘বস নম্বর ওয়ান’, ‘মাই নেম ইজ খান’, ‘নিষ্পাপ মুন্না’, ‘ডন নম্বর ওয়ান’, ‘হিরো; দা সুপারস্টার’, ‘রাজা বাবু’সহ ডজনেরও বেশি হিট সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। সর্বশেষ এই জুটির মুক্তির অপেক্ষায় আছে ‘আগুন’ নামের সিনেমাটি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত
কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!
৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের