রাজ-পরীর বিচ্ছেদ নিয়ে যে মন্তব্য করলেন সুনেরাহ
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৯ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৯ এএম
সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ঢাকাই চলচ্চিত্রে ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই পেয়েছেন সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ভিডিও ফাঁসের ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন সুনেরাহ। এই ঘটনায় রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমনির রোষানলেও পড়েন তিনি। এরপরই দাম্পত্য জীবনের কলহ আরও বেড়ে যায় রাজ-পরীর।
এদিকে ভিডিও ফাঁসের ওই ঘটনার কয়েক মাস পরেই বিচ্ছেদের পথে পা রাখলেন আলোচিত তারকা দম্পতি রাজ-পরী। তাই ‘অন্তর্জাল’ সিনেমার প্রিমিয়ার শো’তে হাজির হয়ে রাজ-পরীকে নিয়ে আবারও প্রশ্নের মুখে পড়তে হয় সুনেরাহকে। সেখানেই তাকে এই তারকা দম্পতির ডিভোর্স ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকেরা। যদিও অন্যের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করায় ভীষণ বিরক্ত হন সুনেরাহ।
রাজ-পরীর বিবাহ বাচ্ছেদ বিষয়ে জানতে চাইলে সুনেরাহ বলেন, 'আমি আসলে বিষয়গুলো নিয়ে ভীষণ বিরক্ত। এতদিন পর আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে, এটা নিয়েই আলোচনা হওয়ার কথা; কিন্তু এর মধ্যেই কেউ কেউ জিজ্ঞেস করে অন্যদের ডিভোর্স, অন্যদের ঘর-সংসার নিয়ে। অন্যের ঘরের খবর আমি কী করে জানব? কিছু মানুষ আলোচনায় থাকার জন্য একটার পর একটা ঘটনা ঘটায়, আমি অযথাই ফেঁসে যাই।'
দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফেরা প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘অন্তর্জাল’ সিনেমা দিয়ে আবারও বড়পর্দায় এলাম। নিজেকে বড়পর্দায় দেখা অনেকটা নেশার মতো। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। বারবার দেখতে মনে চায়। প্রথমবার ‘ন ডরাই’ছবির সময় দেখেছি। এবার ‘অন্তর্জাল’। আর দর্শকদের এতো ভালো সাড়া পাচ্ছি, যা আমাকে আরও বেশি অনুপ্রেরণা জোগাচ্ছে।
‘অন্তর্জাল’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার আশা করছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ওই সময়টা অনেকটা স্বপ্নের মতো ছিল। প্রথম সিনেমায় সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়া অনেক বড় একটা ব্যাপার। এটা আমার আশা যেমন বাড়িয়েছে, তেমনি চাপও বাড়িয়েছে। সিনেমা করার ইচ্ছাও বাড়িয়েছে অনেক গুণে। ‘অন্তর্জাল’ ছবির জন্য পাব কি না জানি না। তবে দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি ভীষণ উত্তেজনা অনুভব করছি।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’ সিনেমাটি। বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।
অন্যদিকে দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে যেন সমালোচনার শেষ নেই রাজ-পরীর। এই তারকা দম্পতি সংসার জীবনে ইতি টানলেও, নেটিজেনরা পিছু ছাড়ছেন না তাদের। বিষয়টি নিয়ে রাজ-পরী চুপ হয়ে গেলেও, তাদের নিয়ে নেটিজেনদের কটাক্ষের ঝড় যেন বয়েই চলেছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন