আসছে সমকালীন বাস্তবতা ও অভ্যুত্থানের নাটক ‘বেদিশা পিঁপড়া ও বহুপদী দৈত্য’
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের আয়োজনে পনের দিনব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা’র অংশ হিসেবে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীতে আগামী ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটক ‘বেদিশা পিঁপড়া ও বহুপদী দৈত্য’। ঘটনাক্রমের অমসৃণ গাঁথুনিতে নির্মিত এই নাটকের একটি অংশে দেখানো হয়েছে, নিকটজনের অপ্রাকৃত মৃত্যুতে ব্যক্তির একান্ত বিহ্বলতা, ক্ষোভ আর স্মৃতিকাতরতা। পাশাপাশি ফুটে উঠেছে একের মৃত্যুতে সমষ্টি কীরূপে আক্রান্ত হয় অথবা কীরূপে মৃতকে পুঁজি করে গোষ্ঠীগত ফায়দা হাসিলে নিযুক্ত হয়।
নাটকের অপর অংশে উপস্থাপিত হয়েছে বহুপদী দৈত্যের পদপিষ্ঠ পেশাজীবীর নিদারুণ সয়ে যাওয়া যাপনের আখ্যান, এবং প্রতিবাদের বয়ান। অভ্যুত্থানের স্পৃহাকে পুনর্জাগরণের লক্ষ্যে নির্মিত এই নাটকটি কর্মশালার মাধ্যমে নির্মিত একটি প্রযোজনা। প্রযোজনায় ক্রমাগত অন্যায়ের প্রতিবাদ করে ক্লান্ত, দিশাহীন মানুষ বা পিঁপড়ারা দর্শকদের কাছে প্রশ্ন হাজির করে, ‘ঠিক কতবার মরলে বাঁচার স্বাদ পাওয়া যায়’?
নাট্যকর্মশালার মূখ্য প্রশিক্ষক ও নাটকটির নির্দেশক আশরাফুল ইসলাম সায়ান প্রযোজনা নির্মাণের নেপথ্যের ভাবনা প্রসঙ্গে বলেন, “ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে বৃহত্তর পরিণ্ডলের সর্বত্রই নিজের প্রাপ্য আদায়ের জন্য আমাদের লড়াই করতে হয়। নিজেদের যাপনের অভিজ্ঞতা থেকে আমাদের পূর্বপুরুষেরা বুঝতে পেরেছিল যে, এই দুনিয়া হামেশাই আমাদের প্রতিকূলে থাকবে। ফলে, তারা আমাদের লড়াকু হিসেবে তৈরির যাত্রার সূচনা ঘটিয়ে দেন আমাদের অজ্ঞানেই, সেই ‘স্বরে অ-তে, অজগরটি আসছে তেড়ে’ থেকেই। অথচ, জগত মানবিকও তো হতে পারতো। যেখানে বাঁচতে হলে লড়াই করার প্রয়োজন পড়তো না। জীবন দিয়ে প্রমাণ করতে হতো না যে, ‘আমরা বাঁচতে চাই”।
প্রযোজনাটির নির্দেশনা সহযোগী, সংগীত ও আলোক পরিকল্পনা করেছেন আশিক চৌধুরী। পোশাক ও দ্রব্যসম্ভার পরিকল্পনা করেছেন নৃত্যশিল্পী রিমি রফিক। নাটকটিতে অভিনয় করছেন জিকরুল ইসলাম, দুরন্ত বাবু, ধনেশ চন্দ্র বর্মন, মেঘলা দাস, জসীম উদ্দিন, জামিল জুলফিকার রাহাত, তামিম ইকবাল মিরাজ, মাসুদ রানা, রাদিয়াত ইসলাম, রায়হান ইসলাম, সেলিম হোসেন, হাবিবুর রহমান শাওন, রুখসাদ বিনতে আলম স্নেহা, শাহিন ইসলাম ও স্মৃতি রানী। প্রযোজনাটির মঞ্চ ও রূপসজ্জা পরিকল্পনা করেছেন মোস্তাক আহমেদ, গীত রচনা, দেহ বিন্যাস ও চলন পরিকল্পনা করেছেন আশরাফুল ইসলাম সায়ান এবং মহড়া ব্যবস্থাপনায় যুক্ত আছেন এটিএম মাহমুদুল আকতার মীম। নাট্যকর্মশালা ও প্রযোজনা সমন্বয় করছেন পঞ্চগড় জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন।
প্রযোজনা সম্পর্কে নির্দেশক আরো বলেন যে, “আমাদের পুরাণ ও লোকগাঁথার অন্দরে তালাশ করলে, সৃষ্টির জন্য বিসর্জন দেওয়ার বহু নজির পাওয়া যাবে। নতুন গৃহ বা স্থাপনা তৈয়ারে, দীঘিতে জল ভরতে, অনাচার রুখতে, স্বৈরাচার উৎখাত করতে, সাম্য প্রতিষ্ঠার জন্য রক্তের এতো চাহিদা কেন? এই ভ‚মি কেন এতো রক্তভুক! এমন কী ঋণ করেছি আমরা- এতো মরণেও শোধ হয় না! সব রক্ত ফুরিয়ে যেতে দিতে চাই না আমরা, রক্তপিপাসা থামাতে হবে এখনি। আমরা চাই বিপ্লবী তৈয়ারের কারখানা নির্মাণ বন্ধ হোক, বিপ্লবের প্রয়োজনীয়তা লোপ পাক, জগতে শান্তি আসুক, সাম্য আসুক”।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

সম্প্রীতির দেশে আগুন লাগাতে চায় এরা কারা

অর্থনীতিতে আমরা স্বস্তির জায়গায় রয়েছি : গভর্ণর

উৎসবের নামে মুসলিমদের শিরকের পথে ঠেলে দিচ্ছে সরকার

নির্বাচন নইলে আন্দোলন

প্রধান উপদেষ্টার নেতৃত্ব বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে : আমিরাতের প্রেসিডেন্ট

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী কারাগারে

কালুরঘাট সেতুসহ ভিত্তি প্রস্তর স্থাপনের জায়গা পরিদর্শন রেল সচিবের

মডেল মেঘনা কারাগারে

ফিলিস্তিনের জনগণের পক্ষে ঐক্য গড়ে তোলার আহবান গণসংহতি আন্দোলনের

আসিয়ান অঞ্চলের বৃহত্তর স্বার্থে রোহঙ্গা সংকটের দ্রুত সমাধান দরকার :আসিয়ান অঞ্চলের বিশেষজ্ঞদের অভিমত

মানুষের অধিকার আদায়ে যারা রাজপথে লড়াই করে, তাদের নিঃশেষ করা যায় না : নূরুল ইসলাম বুলবুল

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন

মহেশপুরে বাংলাদেশি যুবককে পিটিয়ে মারল বিএসএফ

হানিফ ফ্লাইওভারে গাড়িচাপায় নারী নিহত

সেই ‘ক্রিম আপা’ কারাগারে

জলবায়ু ধর্মঘট পালিত

অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই : সেলিমা রহমান

সোমবার দেশে ফিরবেন বিএনপি মহাসচিব

ভারতের সাথে সকল চুক্তি পর্যালোচনা করার দাবি সাইফুল হকের

ফাঁদে আটকাচ্ছে না প্রশস্ত চাকার অটোরিকশা