বিলিয়ন ডলারের বেশি দামে কুইনের মিউজিক ক্যাটালগ কিনে নিচ্ছে সোনি
রক ব্যান্ডের ইতিহাসে নানা কারণে আলোচিত কুইন। তাদের তৈরি অনেক গানই এখনো সমান জনপ্রিয়। তার সর্বশেষ উদাহরণ ব্যান্ডটির মিউজিক ক্যাটালগ ও সংশ্লিষ্ট কিছু স্বত্ব অধিগ্রহণ করা হচ্ছে ১২৭ কোটি ডলারে। অধিগ্রহণ করে নিচ্ছে সনি মিউজিক। কেবল লাইভ পারফরম্যান্স থেকে আসা আয় বাদ দিয়ে বাকি ক্ষেত্রে স্বত্ব লাভ করবে সনি। ব্যান্ডের জীবিত সদস্য ব্রায়ান মে ও রজার টেইলর এখনো পারফর্ম করে...