যে কারণে ফোন ব্যবহার করেন না এড শিরান
এই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের যুগে এসেও ফোন ব্যবহার করেন না ব্রিটিশ পপ-তারকা এড শিরান। সম্প্রতি এক টক শোতে জানিয়েছেন, ফোন ব্যবহার না করার কারণ। ‘থেরাপাস’ টক শোতে এড শিরান বলেন, ‘২০১৫ সাল থেকে ফোন নেই। আমার কোনো নম্বরও নেই। যখন প্রয়োজন হয়, তখন আমার টিম আমাকে কোনো একটি ফোন ব্যবহার করতে দেয়।’ এড শিরান বলেন, ‘১৫ বছর বয়সে খুব কম নম্বর...