গান নকলের অভিযোগ অস্বীকার করলেন বিটিএসের জাংকুক
বিলবোর্ডের তালিকায় রীতিমতো রাজত্ব করছে বিটিএস তারকা জাংকুকের একক গান ‘সেভেন’, টানা পাঁচ সপ্তাহ ধরে গানটি ‘বিলবোর্ড গ্লোবাল ২০০’ তালিকার শীর্ষে রয়েছে। আলোচিত এই গানের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। খবর কোরিয়া টাইমসের। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া কোরীয় ব্যান্ড ‘ফিন কে এল’-এর আলোচিত গান ‘টাইম অব মাস্ক’-এর সঙ্গে জাংকুকের ‘সেভেন’ গানের মিল পাওয়ার দাবি করেছেন অনেকে। গানটি নিয়ে বিতর্কের মুখে জাংকুকের...