টেলর সুইফটের ‘ইরাস’ কনসার্টে সপরিবারে যোগ দিলেন মার্ক জাকারবার্গ
এত বড় সংস্থার মালিক বলে কি তাঁর জীবনে বিনোদন নেই? শুক্রবার রাতে বিশ্বমানের গায়িকা টেইলর সুইফটের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় ইরাস ট্যুরের কনসার্টে সপরিবারে যোগ দিলেন ফেসবুক অধিকর্তা মার্ক জাকারবার্গ। বিষয়টি বিলিনিয়ার নিজেই ইনস্টগ্রামে গিয়ে ভক্তদের অবহিত করেন। স্ত্রী এবং মেয়ের সঙ্গে কয়েকটি ছবি আপলোড করে মার্ক লেখেন, ‘একটি মেয়ের বাবার জীবন।’ বর্তমানে বিনোদন ছাড়াও বিশ্বের একাধিক ভিআইপি ব্যক্তিত্বদের দেখা মিলছে...