হীরার ঘড়ি লাগান চোকারে ট্রেন্ড সৃষ্টি রিয়ানার
ফ্যাশনের ক্ষেত্রে কখনই কোনোরকম ঝুঁকি নিতে নারাজ বিশ্বমানের সেরা গায়িকা রিয়ানা। প্রতিনিয়ত নতুন নতুন সাজে ধরা দিয়ে লাইমলাইট কাড়ছেন গায়িকা। এবার আবারও তিনি একই কারণে প্রচারের আলোয় আসলেন। সম্প্রতি, রিয়ানাকে তাঁর সঙ্গীর সঙ্গে উপস্থিত ছিলেন, প্যারিস লুই ভিটন বসন্ত ২০২৪ শোতে। যেখানে তাঁর পোশাক এবং স্টাইল আবারও আলোচনায় উঠে এলো। মানুষ সাধারণত হাতে ঘড়ি পরে, কিন্তু গলায় ঘড়ি পরতে দেখেছেন...