টেলর সুইফ্টকে ঈর্ষা করার কথা প্রকাশ্যে জানালেন অ্যাডেল
১৭ বছরের ক্যারিয়ারের ৪৪ গানের দীর্ঘ তালিকা নিয়ে টেলর সুইফ্ট তার ‘এরাস’ ট্যুর শুরু করেছেন। ট্যুর শুরু হওয়া থেকে বিনোদন মাধ্যমে তার সংবাদ একের পর এক আসছে। তার ভক্তরা ট্যুরে বিপুল সংখ্যায় আসছে দেখে আরেক গায়িকা অ্যাডেল তার মন্তব্য প্রকাশ করে শিরোনামে এসেছেন। সুইফ্টের মত জনপ্রিয় হলেও অ্যাডেল জানিয়েছেন তিনি তার সাফল্যে ঈর্ষান্বিত। সুইফ্ট গত সপ্তাহে লাস ভেগাসে এলে অ্যাডেল...