ছবি বিভ্রাটে বিব্রত জেবা, দিয়েছেন মামলার হুঁশিয়ারি
৩১ আগস্ট ২০২৩, ০৯:৫১ এএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ০৯:৫১ এএম
দেশের ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত। তার ছবি ব্যবহার করে অর্থ আত্মসাতের মামলার ভুল সংবাদ প্রকাশিত হওয়ায় বিব্রত তিনি। বুধবার (৩০ আগস্ট) সকাল থেকেই দেশের বেশকিছু গণমাধ্যমে জেবার ছবি দিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। সেখানে বলা হয় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সংবাদটিতে ব্যবহার করা হয় অভিনেতা জেবা জান্নাতের ছবি। যা দেখে বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন জেবা। ফেসবুক লাইভে এসে দিয়েছেন দিয়েছেন মামলার হুঁশিয়ারি।
ফেসবুক লাইভে জেবা জান্নাত বলেন, ‘আমি জেবা জান্নাত। এই প্রথম আমি লাইভে এসেছি। আমি আমার আইডি থেকে এর আগে কখনো লাইভে আসি নাই। আপনারা অনেকেই জানেন আজ সকালে আমাকে নিয়ে একটি নিউজ হয়েছে। সেখানে বলা হয়েছে যে, জেবা চৌধুরীর তিন বছরের কারাদণ্ড এবং প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছেন। এই নিউজটি প্রথমে দেখে আমি নিজেই অবাক হই যে, নিউজে উল্লেখিত নারী আমি নই। এটার একজন মডেল ছিল, যার নাম জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীন। আসলে ওনাকে নিয়ে মূলত নিউজটি হয়েছে কিন্তু এখানে আমার ছবি ব্যবহার করা হয়েছে। আর এটা অবশ্যই একটি ক্রাইম। আমি যেখানে অপরাধী নয়, সেখানে আমার ছবি ব্যবহার করা হয়েছে। অনেক ভেরিফায়েড নিউজ চ্যানেলগুলোতে নিউজটা করা হয়েছে।’
গণমাধ্যমকে উদ্দেশ্য করে এই অভিনেত্রী বলেন, ‘আপনারা তো ভেরিফায়েড নিউজ চ্যানেল। তাই আপনাদের একটি খ্যাতি ও সুনাম রয়েছে। তাই আপনাদের একটি নিউজ করার পূর্বে বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া উচিত ছিল। নিউজটার সত্যতা কতটুকু? কোন ছবি ব্যবহার করতে হবে। এই জেবা চৌধুরীটা কে?’
তিনি বলেন, ‘কিছুদিন আগের একটি ঘটনা নিয়ে আমার মতো একটি নাম উঠে এসেছে। সেটা সত্য ছিল। কিন্তু পরে আবার আমার ছবি ব্যবহার করে এই নিউজগুলো কেন করা হলো?এটা আসলে ভূয়া নিউজ ছিল। আর আমার একটি মাত্র ফেসবুক আইডি। আর আমার কোনো পেজ নেই। এরপরেও আমি লক্ষ্য করলাম, কিছু কিছু ভূয়া আইডি থেকে আমার নাম ব্যবহার করে গরিবদের সাহায্যের কথা বলে টাকা সংগ্রহ করে। এটা নিয়ে যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এজন্য এখনই সেটা পরিষ্কার জানিয়ে রাখলাম। আমি কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নেই। গরিবদের সাহায্য করলে আমি নিজে থেকেই যতটুকু সম্ভব ততটুকু করি। আমি কারও নিকট থেকে টাকা নিয়ে সাহায্য করি না।’
সাইবার ক্রাইমে মামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমি সাইবার ক্রাইমে অবশ্যই মামলা করব। কিন্তু যে চ্যানেল থেকে এই নিউজটা করা হয়েছে। ওইখান থেকে আমাকে ফোন করে বলা হয়েছে যে, এটা মিসটেক ছিল, তারা ভুল করে এই নিউজটা করে ফেলেছে। তারা সেটা করেকশন করে নিবে। তারা যদি কারেকশন করে, তাহলে তো সব ঠিক আছে। এই নিউজগুলোর কারণে আমার এতা কথা শুনতে হচ্ছে, আমি তো এগুলো শুনতে পারব না। আমি যেটা করি নাই, কেন সেটা শুনব? আমার বন্ধু-বান্ধব যারা রয়েছে, তারা অবশ্যই আমাকে ভালোভাবে চিনে যে, আমি কেমন মেয়ে। এটা বলার জন্য আমি লাইভে এসেছি।’
আগের ঘটনাকে উল্লেখ করে জেবা বলেন, ‘এর আগের একটি ঘটনা ছিল, সেটা অলরেডি সমাধান হয়ে গেছে। তাই আমি আর ব্যান-এর আওতায় নেই। আমি এখন কাজ করছি এবং বর্তমানের এই টপিকটার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। সংবাদমাধ্যগুলো ভুল করে আমার ছবি ব্যবহার করেছে। আমার নিক নাম হচ্ছে জেবা জান্নাত। আমার সম্পূর্ণ নাম জান্নাতি ফেরদৌসি। আমার আর অন্য কোনো নাম নেই। তাই কেউ বিব্রত হবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবসময় পাশে থাকবেন।’
উল্লেখ্য, অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল