বিমানবন্দরে মাহিয়া মাহিকে দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ
২৯ আগস্ট ২০২৪, ১০:৩৫ এএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ১০:৩৫ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও দেশ ছাড়ার চেষ্টা করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন বড় বড় ‘রুই-কাতলা’। কেউ সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়েছেন, কেউবা ফিরে গেছেন বাসায়।
আওয়ামী সরকার পতনের পর কোনো ধরনের অপরাধী যেন দেশ ছাড়তে না পারে, এ জন্য বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই ধারাবাহিবতায় বিমানবন্দরেও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে তবেই দেশ ছাড়তে পারছেন। সেই নিরাপত্তা বেষ্টনীর মুখে পড়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি।
চিত্রনায়িকা মাহি চলতি সপ্তাহে গিয়েছিলেন এয়ারপোর্টে। সেখানে যাওয়ার পর কয়েক ঘণ্টা অপেক্ষায় রাখা হয় তাকে। উদ্দেশ্য একটাই, অন্যসব নাগরিকের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা। অপরাধীদের তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করা। আর তাকে জিজ্ঞাসাবাদের সময় নথিপত্র খোঁজ করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলে জানা যায়।
বিষয়টি জানিয়ে মাহিয়া মাহি বলেন, ‘বিমানবন্দরে যাওয়ার পর স্বাভাবিকভাবেই আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধু যে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিষয়টি এমন নয়। প্রতিটি মানুষকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্টে নাম রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ঘণ্টা দেড় সময়ের মতো বসেছিলাম আমি। এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ আমার ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছে যে, আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট চেক করার পর তবেই ছেড়েছে আমাকে।’
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে সিনেমায় সেভাবে দেখা না গেলেও রাজনীতির মাঠে সরব ছিলেন চিত্রনায়িকা মাহি। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে বিভিন্ন সময় দাবি করে এসেছেন নিজেকে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদেও ছিলেন এ অভিনেত্রী। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রার্থী ছিলেন তিনি। তবে দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এ অভিনেত্রী।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্দোলনের মোড় ঘুরিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : শফিকুল আলম
শেরপুরে অগ্নিকাণ্ডের কোটি টাকার ক্ষতি : অল্পের জন্যে প্রাণে বাচঁলো ৪০ ছাত্র শিক্ষক
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও বিশ্বব্যাপী বাস্তুচ্যুতি, এক ভয়াবহ বাস্তবতা
রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে
শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার
ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার
'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'
ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত
লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি
"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড
রবিবার নতুন নির্বাচন কমিশনের শপথ
প্রশংসায় ভাসছে পাকিস্তান
কেশবপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
২৪ নভেম্বরের ‘পিটিআই’র বিক্ষোভ নিয়ে বুশরা বিবির বার্তা ও সরকারের প্রতিক্রিয়া
লাঞ্চের আগেই ৪ উইকেট নেই ভারতের
মাইলফলকের টেস্ট স্মরণীয় করে রাখতে চান মিরাজ
আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের ইএসডিওর সাইড ইভেন্ট অনুষ্ঠিত
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করল বেক্সিমকোর শ্রমিকেরা
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪৭
ট্রাম্প প্রশাসনের জন্য মনোনীত দুই সদস্যের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ