যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যাচ্ছেন তাহসান খান
দেশে ও দেশের বাইরে নিয়মিতই কনসার্ট করেন সঙ্গীতশিল্পী তাহসান খান। এ ধারাবাহিকতায় এবার তিনি যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। ফেসবুকে একটি পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, হ্যালো পেনসিলভানিয়া। আমি আসছি তোমাদের শহরে। আগামী ১৩ জুলাই আমেরিকার পেনসিলভানিয়ায় কনসার্টটি অনুষ্ঠিত হবে। সেখানে তাহসান ছাড়াও প্রতীক হাসান ও রেশমি মির্জা পারফর্ম করবেন। ইতোমধ্যে অনলাইনে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।...