ঈদ উপলক্ষে অভিনেতা নাঈমের গান
ঈদ উপলক্ষে অভিনেতা এফএস নাঈম গান প্রকাশ করেছেণ। সম্প্রতি তার গাওয়া ‘মায়া’ নামে একটি গান অনলাইন প্ল্যাটফরম ¯পটিফাইয়ে প্রকাশিত হয়েছে। নাঈম জানান, গানটি স্যাড রোমান্টিক ঘরানার। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আবিদ ফয়সাল অমি। নাঈম জানান, ধীরে ধীরে আমার গানের শ্রোতা তৈরি হচ্ছে। গানটি যারা শুনেছেন তাদের সবাই প্রশংসা করেছেন। গানটি মূলত ঈদ উপলক্ষেই প্রকাশ করেছি। ঈদ উৎসবের রং শ্রোতাদের মাঝে...