আজ পদাতিকের নাটক পাইচো চোরোর কিচ্ছা
শেকড়ের নাটক, প্রাচীন বাংলার সত্যিকারের ঐতিহ্যবাহী নাটক, আবহমান বাংলার আটপৌরে প্রযোজনা ঢাকা পদাতিকের লোকনাটক ‘পাইচো চোরের কিচ্ছা’ মঞ্চস্থ হবে আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। খুলনার আঞ্চলিক ভাষার নাটকটিতে উঠে এসেছে অসংখ্য লোকউপাদান। বিজয় সরকার, আলেক মাতুব্বর, মোসলেম বয়াতিসহ খুলনা এলাকার অসংখ্য লোককবি ভাটিয়ালী সুরে যে ভাব, রস আমাদের মনে গ্রথিত করেছেন, তা এই নাটকের মূল উপাদান হিসেবে...