মিস ইউনিভার্সে প্রথমবার সউদী আরবের প্রতিযোগী!
বিশ্বসুন্দরী নির্বাচনে অন্যতম বড় প্রতিযোগিতা মিস ইউনিভার্সে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে সউদী আরব। এবারের মিস ইউনিভার্সের আসরে অংশ নিচ্ছেন ২৭ বছর বয়সী মডেল, সউদী সুন্দরী রুমি আলকাহতানি। সোমবার (২৫ মার্চ) মিস ইউনিভার্সে সউদী আরবের প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয়। রক্ষণশীল সউদী আরব থেকে প্রথম প্রতিযোগী হিসেবে ইতিহাস গড়েন এই তরুণী।
২৭ বছরের রুমি আলকাহতানি পেশায় একজন মডেল। সামাজিক...