বুবলির নতুন অভিজ্ঞতা
ঈদে মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনিত দুই সিনেমা। একটি মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’, অন্যটি জসীম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া’। মায়া সিনেমায় তিন নায়কের সাথে কাজ করেছেন বুবলি। নায়ক তিনজন হচ্ছেন, সায়মন সাদিক, আনিসুর রহমান মিলন ও জিয়াউল রোশান। বুবলি জানান, তিন নায়কের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা নতুন ছিল। কাজটা আনন্দের সঙ্গে করেছেন। ‘মায়া’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন জসিম উদ্দিন...