দুই বছরে শিল্পী সমিতির কোনো সফলতা দেখছি না: নানা শাহ
আগামী ২৭ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচন ঘিরে ইতোমধ্যে প্যানেল গুছানোর কাজ শুরু করেছেন অনেক তারকা। তার মধ্যে একজন চিত্রনায়িকা নিপুণ। নির্বাচনে অংশ নিতে সভাপতির খোঁজ করছেন তিনি। এদিকে তার সঙ্গে বর্তমান প্যানেলে থাকা অভিনেতা নানা শাহ এবার সরে দাঁড়িয়েছেন। নানা শাহর ভাষ্যমতে― গত নির্বাচনে নিপুণের প্যানেলে গিয়ে ভুল করেছিলেন। দুই বছরে শিল্পী সমিতির কোনো...