ফেব্রুয়ারিতে ঢাকায় জেমস-বাপ্পার কনসার্ট
নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছরের শুরু থেকেই পড়েছিল কনসার্টের ভাটা। তবে ভাটা কাটিয়ে আবারও আপন চেহারায় ফিরেছে কনসার্টের আয়োজন। রাজধানীতে বড় দু্টী কনসার্ট হওয়ার কথা রয়েছে চলতি মাসেই। আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিতুন বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট ‘দ্য স্কুল অব রক ভলিউম-২’। এ ছাড়াও ২৩ ফেব্রুয়ারি ক্যারিয়ারের দ্বিতীয় একক কনসার্ট নিয়ে মঞ্চে উঠবেন বাপ্পা মজুমদার।
গেল বছরের সেপ্টেম্বরে আয়োজিত হয়েছিল...