ইলানের নতুন গান চলছি নিয়মে
নতুন গান প্রকাশ করেছেন কন্ঠশিল্পী ইয়ামিন ইলান। সম্প্রতি ‘চলছি নিয়মে’ শিরোনামে তার নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। সুলতানা নুরজাহান রোজির কথায় এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। এতে মডেল হয়েছেন ডিজে আভিলা। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শিল্পী নিজেই। ইয়ামিন ইলান তার ব্যক্তিগত ভেরিফাইড ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। ইয়ামিন ইলান বলেন, অল্প সময়ে গানটির...