দেশসেরা কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কার প্রদান করেছে টিকটক
গ্লোবাল প্ল্যাটফর্ম টিকটক প্রথমবারের মত বাংলাদেশে উদযাপন করেছে এর বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক ২০২৩’। গত শুক্রবার রাতে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয়া হয় দেশসেরা টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের। অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল ‘ক্রিয়েটর অফ দ্য ইয়ার ২০২৩’ ক্যাটাগরি। এই বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছেন আয়মান সাদিক (@আয়মানসাদিক১০)। এছাড়া সেরা ফ্যাশন ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন @স্টাইলথহাট এবং সেরা বিউটি ক্রিয়েটর...