নিমফুলের মধুর কাছে শীর্ষ স্থান হাতছাড়া ‘জগদ্ধাত্রী’র
বাংলা টিআরপি-তে বেশ খানিকটা রদবদল আনল নতুন শুরু হওয়া দুটি মেগা। শ্বেতা, সুস্মিতা, রণজয়, সাহেবরা এসে কি তাহলে পুরনোদের জায়গা ছিনিয়ে নিল? গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় রাজত্ব চালাচ্ছে নিমফুলের মধু, জগদ্ধাত্রী আর ফুলকি। জি বাংলার এই তিনটে মেগা দায়িত্ব নিয়ে গোল দিচ্ছে স্টার জলসাকে। তা কে এবার হল বেঙ্গল টপার? ঈশার হাত থেকে সৃজনকে বাঁচিয়ে ফের একবার বাংলার...