এবার স্কুল খুলছেন সোহানা সাবা
জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার জন্মদিন আজ (১২ অক্টোবর)। তবে বিশেষ দিনে দেশের বাইরে রয়েছেন তিনি। ক’দিন পরেই দেশে ফিরেই নিজের স্কুল চালুর ঘোষণা দেবেন এই অভিনেত্রী। তার স্কুলে প্রশিক্ষণ দেওয়া হবে মেডিটেশন ও ইয়োগা’র। যোগব্যায়ামের উপকারিতার কথা সবাইকে জানাতে এবং বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দিতেই ইয়োগা স্কুল দিচ্ছেন তিনি। গুলশান ২- এ ‘ইয়োগিস’ নামের তার স্কুলটির যাত্রা শুরু হবে খুব...