যানজট এড়াতে মেট্রোরেলে চড়ে শুটিংয়ে হৃতিক
ভারতের মুম্বাইয়ের তীব্র যানজটের কথা অনেকেরই জানা। যিনি সেই জটে একবার ফেঁসেছেন, তিনিই জানেন এটা কতটা বিরক্তকর। এই শহরে একবার যানজট শুরু হলে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাবে এক স্থানে বসেই। আর বৃষ্টি হলে তো তীব্র সেই যানজট এড়াতেই গন্তব্যে পৌঁছনোর জন্য এবার মেট্রো ধরলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। মুম্বাই মেট্রোর ভেতর বলিউডের ‘গ্রিক গড’কে দেখে অনুরাগীরা ব্যাপক উচ্ছ্বসিত!
জানা গেছে,...