‘লেডি সিংহাম’ রূপে নজর কেড়েছেন দীপিকা
অনেকদিন ধরে শোনা যাচ্ছিল ‘সিংহমে’র দ্বিতীয় কিস্তি আসছে। গত মাসে শোনা গিয়েছিল ‘সিংহম’-র দ্বিতীয় অধ্যায়ে অজয় দেবগন, রণবীর সিংয়ের পাশাপাশি দীপিকা পাড়ুকোনও থাকছেন। নেটিজেনদের পাখির চোখ ছিল অজয় দেবগনের দিকে। কেননা ‘সিংহম’ মানেই অজয়। তবে ধারণাটি পাল্টে দিলেন দীপিকা পাড়ুকোন। তিনি রীতিমতো ‘লেডি সিংহম’ হয়ে ধরা দিলেন। যা দেখে যারপরনাই অবাক সবাই।
‘সিংহমে’র দ্বিতীয় কিস্তির নতুন পোস্টারে তেমনটাই দেখা গেছে। উর্দি...