বেডরুমে মিলল অক্ষয় কুমারের ঝুলন্ত দেহ, ডিজের মৃত্যুতে রহস্য
ভারতের ওড়িশায় নিজের বাড়ির বেডরুম থেকেই উদ্ধার ডিজে অ্যাজেক্স ওরফে অক্ষয় কুমারের ঝুলন্ত দেহ। ডিজে হিসাবে যথেষ্ট নামডাক ছিল তার। নাম অক্ষয় কুমার হলেও কর্মক্ষেত্রে সকলে তাকে অ্যাজেক্স বলেই চেনে। শনিবারের এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর শনিবার রাতে প্রবল ঝড়বৃষ্টির জেরে বিদ্যুৎ চলে যায়। ওই সময়ই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করেন অক্ষয়। পরে...