এই অপরাধীকেও তারা দ্রুত ধরবেন - শাকিব খান
২০ মার্চ ২০২৩, ১০:৫০ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৫ পিএম
প্রযোজক রহমত উল্লাহর নামে গুলশান থানায় অভিযোগ করতে গেলে মামলা নেয়নি পুলিশ। কিন্তু ডিবিতে যাওয়ার পর ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ চলচ্চিত্র অভিনেতা শাকিব খানকে আশ্বাস দিয়েছেন তিনি প্রতারককে আইনের আওতায় আনবেন। রোববার (১৯ মার্চ) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
শাকিব বলেন, ‘ডিবিপ্রধান হারুন ভাইয়ের সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে অনেক সময় দিয়েছেন। দীর্ঘ সময় নিয়ে আমার অভিযোগটি শুনেছেন। আমার সব ধরনের নথি-প্রমাণ দেখেছেন। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, যত দ্রুত সম্ভব এই প্রতারককে (রহমত উল্ল্যাহ) তারা আইনের আওতায় নিয়ে আসবেন। আমি আশ্বস্ত তাদের কথা শুনে। আমার বিশ্বাস অন্যান্য মামলাগুলো যেভাবে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হয়েছে, এই অপরাধীকেও তারা দ্রুত ধরবেন। আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমার অভিযোগ তিনি (হারুন) গ্রহণ করেছেন।’
এর আগে শনিবার (১৮ মার্চ) মধ্যরাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। সেখানে রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে চাইলেও পুলিশ তা নেয়নি। এ কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শাকিব।
রহমত উল্ল্যাহ নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক দাবি করলেও শাকিবের মতে, এই সিনেমার মূল প্রযোজক ভারটেক্স মিডিয়ার জানে আলম। শাকিব বলেন, ‘প্রযোজক নামধারী প্রতারক রহমত উল্ল্যাহ শুধু আমার সঙ্গেই প্রতারণা করেনি, গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। লাখো-কোটি মানুষ আমাকে পছন্দ করে, তাদের সঙ্গে প্রতারণা করেছে। মিথ্যা এবং ভুয়া সংবাদ ছড়িয়েছে সবার কাছে। আমার মনে হয় এ কাজের জন্য রহমত উল্ল্যাহ একা ছিল না। তার পেছনে আরও অনেক লোক জড়িত ছিল। তা না হলে রহমত উল্ল্যাহর মতো একজন ভুয়া প্রযোজক নামধারী বাটপার এফডিসির ভেতরে গিয়ে তিন-চারটা প্রধান সংগঠনে ভুল তথ্য দিয়ে বিচার চেয়েছে!’
ঢাকাই সিনেমার এই তারকার মতে, রহমত উল্ল্যাহর মূল উদ্দেশ্য টাকা হাতিয়ে নেওয়া। এ জন্যই বারবার টাকা চেয়ে মীমাংসার কথা বলেছেন। শাকিব বলেন, ‘অপু বিশ্বাসকে নিয়ে আমার সঙ্গে একবার দেখা করেছে সে। ওই সময়ও সে টাকা চেয়েছে। আমার সঙ্গে ছবি তুলে প্রকাশ করে তাৎক্ষণিক বলেছে, আমি নাকি ৩০০ টাকার স্ট্যাম্প এনে সমঝোতা করতে চেয়েছিলাম! এই প্রতারক এমনভাবে দিনের পর দিন মিথ্যাচার করে যাচ্ছে সবার কাছে।’
যে কোনো সময় রহমত উল্ল্যাহ দেশ ছেড়ে পালাতে পারেন বলে আশঙ্কা করছেন শাকিব খান। সেজন্যই তিনি দ্রুত করে আইনের দ্বারস্থ হয়েছেন। তবে গুলশান থানায় গিয়ে নিরাশ হওয়ার বিষয়ে শাকিবের বক্তব্য, “একজন সাধারণ মানুষ হিসেবে থানায় গিয়ে মামলা করতে পারব না, এটা তো আশ্চর্যজনক বিষয়! একজন ভুয়া প্রযোজক নামধারী প্রতারকের বিরুদ্ধে মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনেক বোঝানোর পরও তিনি মামলাটি নেননি। উল্টো বলেন, ‘আপনি যেখানে খুশি সেখানে গিয়ে অভিযোগ করতে পারেন, এখানে আপনার মামলা গ্রহণ করা হবে না।’পরবর্তীতে আমি থানা থেকে বেরিয়ে যাই”
উল্লেখ্য, আশিকুর রহমানের পরিচালনায় ২০১৬ সালে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কিছু অংশের শুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায়। ওই সময়ের ঘটনা নিয়েই চলচ্চিত্র শিল্পী সমিতিসহ কয়েকটি সংগঠনে অভিযোগ করেন রহমত উল্ল্যাহ। অভিযোগপত্রে নিজেকে সিনেমাটির প্রযোজক দাবি করেন তিনি। তার অভিযোগের সারমর্ম এরকম, শুটিংয়ে শাকিব অপেশাদার আচরণ করেছেন, চুক্তিভঙ্গ করেছেন। এমনকি ইউনিটের সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগও উল্লেখ রয়েছে অভিযোগপত্রে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
নতুন কমিটির উদ্দেশ্যে সাবেক সভাপতি তিন টাকার কমিটি রুখে দেয়া কঠিন কিছু হবে না
মির্জাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
উদ্বোধনের ৪দিন পরও সেচ পানি মিলেনি মেঘনা - ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার
বিশ্বনাথে সিনিয়র সাংবাদিককে খুন-গুমের হুমকি
সুবর্ণচরে অনুমোদনহীন কীটনাশক ও ভেজাল সার খালে ফেলে নষ্ট করলো প্রশাসন
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ড. ইউনূসের
ঈশ্বরদীর ৩ অবৈধ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা আদায়
‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব অগ্রণী ভূমিকা পালন করতে পারে’
সিংগাইরে অজ্ঞাত বৃদ্ধের লাশের পরিচয় মিলেছে
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১৬৬ জনের বিরুদ্ধে ফের হত্যা মামলা বগুড়ায়
ছাগলনাইয়ায় ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব
ছাগলনাইয়ায় 'মুফতি মাহমুদুর রহমান আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ
কচুয়ায় ফুলকপির ভালো ফলনেও লাভের মুখ দেখছে না কৃষকরা
নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অর্ধযুগপূর্তি উৎযাপন
পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ
শিবালয়ে চালকের গলা কেটে অটোরিক্সা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘পিঠা উৎসব-১৪৩১’ উদযাপন