সৈয়দপুরে শুঁটকি রফতানিতে ভাটা
১৭ মার্চ ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৪ পিএম
সরবারাহ না থাকার কারণে ভারতে শুঁটকি মাছ রপ্তানি করতে পারছেন না নীলফামারীর সৈয়দপুরের ব্যবসায়ীরা। দুই হাজার ৪০০ টন চাহিদার বিপরীতে মাত্র ২৪০ টন শুটকি রপ্তানি করতে করতে পেরেছেন তারা। এর ফলে প্রায় ১০০ কোটি টাকা লোকসানের মুখে পড়তে হয়েছে তাঁদের। এ বছর শ্রমিক খরচ ওঠানো নিয়েই শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। এমনটি জানিয়েছেন এখানকার কয়েকজন ব্যবসায়ী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাণিজ্যিক সৈয়দপুরে রয়েছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শুটকি মাছের আড়ৎ। দেশের বিভিন্ন জায়গা থেকে শুঁটকি আসে এখানে। এর মধ্যে চলনবিল থেকে আসা পুটি মাছের শুটকির চাহিদা বেশি। ভারতের পাহাড়ি অঞ্চলে মে-জুন মাসে মশাবাহিত এক ধরনের রোগ দেখা দেয়। যা পুঁটি মাছের শুঁটকি খেলে সেরে যায়। তাই সেই সময় দিকে সৈয়দপুর আড়ৎ থেকে প্রচুর পুঁটি মাছের শুঁটকি রপ্তানি হয় ভারতের ত্রিপুরা, মিজোরাম, মনিপুরসহ পাহাড়ি অঞ্চলগুলোতে। কিন্তু সামুদ্রিক এবং অন্যান্য দেশি মাছের শুঁটকির সরবরাহ পর্যাপ্ত থাকলেও এ বছর বিরুপ প্রকৃতির কারণে পুঁটি মাছের শুঁটকির সরবরাহ প্রায় নেই বললেই চলে। যার ফলে শত কোটি টাকার রপ্তানি বাণিজ্যে এক প্রকার ধস নেমেছে।
ব্যবসায়ীদের হিসাবে, প্রতি বছর অন্তত দুই হাজার ৪০০ টন শুঁটকি সৈয়দপুর থেকে ভারতে রপ্তানি হয়। আকার ভেদে শুঁটকির দাম হয় একেক রকম। গড়ে ৫০০ টাকা কেজিতে এক টনের দাম ৫ লাখ টাকা। সব মিলিয়ে অন্তত ১২০ কোটি টাকার শুঁটকি রপ্তানি হয়। অথচ এই মৌসুমে ১০ জানুয়ারি পর্যন্ত রপ্তানি হয়েছে ২৪০ টন।
ময়মনসিংহ থেকে সৈয়দপুরের শুঁটকি আড়তে এসেছেন ব্যবসায়ী লিয়াকত হোসেন। উদ্দেশ্য পুঁটি মাছের শুঁটকি কিনে ভারতে রপ্তানি করবেন। তিনি বলেন, প্রতিবছর ১৫ থেকে ২০ ট্রাক পুটি মাছের শুটকি ভারতে রপ্তানি করি। কিন্তু এবার এসে চাহিদা অনুযায়ী শুঁটকি পাইনি, তাই হতাশ হয়ে ফিরে যাচ্ছি।
আড়তদার আতাবুল ইসলাম জানান, এ বছর বৃষ্টি কম হয়েছে। যার ফলে পুঁটি মাছের সংকট দেখা দিয়েছে। পুঁটি মাছের শুঁটকি আসে মূলত চলনবিল এলাকা থেকে। বিলেই এবার মাছ কম তাই শুঁটকিও কম এসেছে।
সৈয়দপুরের রপ্তানিকারক শাহাবুদ্দিন মিয়া বলেন, এই মৌসুমে রপ্তানি বাজারকে কেন্দ্র করে ব্যবসায়ীরা অনেকেই ব্যাংক লোনের ঝুঁকি নিয়ে থাকেন। কিন্তু অনেক ব্যবসায়ী এ বছর সংকটে পড়েছেন। এ বছর রপ্তানি করার জন্য আমিও ব্যাংক থেকে লোন নিয়েছি। কিন্তু শুটকি মাছ রপ্তানি করতে না পারায় ব্যাংক লোন শোধ করা নিয়ে দুশ্চিন্তায় আছি।
সৈয়দপুর শুকনা মাছ আড়ৎ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী আবুল বাশার বলেন, বর্তমানে সৈয়দপুরের শুঁটকি আড়তে ১৩টি আড়ৎ ও ৬৪টি খুচরা ব্যবসা প্রতিষ্ঠান আছে। মাসে কমপক্ষে ১০ কোটি টাকার শুঁটকি কেনাবেচা হয়। এখানে কাজ করেন প্রায় ১ হাজার শ্রমিক। ৫০-৬০ প্রকারের মাছের শুঁটকি পাওয়া যায় এখানে। ভারতে শুটকি রপ্তানি করতে না পারায় এবার খরচ তোলায় কঠিন হয়ে যাবে। ফলে বড় ধরনের লোকসানে পড়বেন ব্যবসায়ীরা।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
অবারও এমবাপের পেনাল্টি মিস, হেরে রিয়ালের সুযোগ হাতছাড়া
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এক ইলেকট্রিক মিস্ত্রীর সহযোগীর গলায় ফাঁস লাগনো ঝুলন্ত লাশ উদ্ধার
যুদ্ধ কি সত্যিই কখনও থামে? মুক্তি কি আদতেই ঘটে জীবনের?
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি