সৈয়দপুরে শুঁটকি রফতানিতে ভাটা
১৭ মার্চ ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৪ পিএম
সরবারাহ না থাকার কারণে ভারতে শুঁটকি মাছ রপ্তানি করতে পারছেন না নীলফামারীর সৈয়দপুরের ব্যবসায়ীরা। দুই হাজার ৪০০ টন চাহিদার বিপরীতে মাত্র ২৪০ টন শুটকি রপ্তানি করতে করতে পেরেছেন তারা। এর ফলে প্রায় ১০০ কোটি টাকা লোকসানের মুখে পড়তে হয়েছে তাঁদের। এ বছর শ্রমিক খরচ ওঠানো নিয়েই শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। এমনটি জানিয়েছেন এখানকার কয়েকজন ব্যবসায়ী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাণিজ্যিক সৈয়দপুরে রয়েছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শুটকি মাছের আড়ৎ। দেশের বিভিন্ন জায়গা থেকে শুঁটকি আসে এখানে। এর মধ্যে চলনবিল থেকে আসা পুটি মাছের শুটকির চাহিদা বেশি। ভারতের পাহাড়ি অঞ্চলে মে-জুন মাসে মশাবাহিত এক ধরনের রোগ দেখা দেয়। যা পুঁটি মাছের শুঁটকি খেলে সেরে যায়। তাই সেই সময় দিকে সৈয়দপুর আড়ৎ থেকে প্রচুর পুঁটি মাছের শুঁটকি রপ্তানি হয় ভারতের ত্রিপুরা, মিজোরাম, মনিপুরসহ পাহাড়ি অঞ্চলগুলোতে। কিন্তু সামুদ্রিক এবং অন্যান্য দেশি মাছের শুঁটকির সরবরাহ পর্যাপ্ত থাকলেও এ বছর বিরুপ প্রকৃতির কারণে পুঁটি মাছের শুঁটকির সরবরাহ প্রায় নেই বললেই চলে। যার ফলে শত কোটি টাকার রপ্তানি বাণিজ্যে এক প্রকার ধস নেমেছে।
ব্যবসায়ীদের হিসাবে, প্রতি বছর অন্তত দুই হাজার ৪০০ টন শুঁটকি সৈয়দপুর থেকে ভারতে রপ্তানি হয়। আকার ভেদে শুঁটকির দাম হয় একেক রকম। গড়ে ৫০০ টাকা কেজিতে এক টনের দাম ৫ লাখ টাকা। সব মিলিয়ে অন্তত ১২০ কোটি টাকার শুঁটকি রপ্তানি হয়। অথচ এই মৌসুমে ১০ জানুয়ারি পর্যন্ত রপ্তানি হয়েছে ২৪০ টন।
ময়মনসিংহ থেকে সৈয়দপুরের শুঁটকি আড়তে এসেছেন ব্যবসায়ী লিয়াকত হোসেন। উদ্দেশ্য পুঁটি মাছের শুঁটকি কিনে ভারতে রপ্তানি করবেন। তিনি বলেন, প্রতিবছর ১৫ থেকে ২০ ট্রাক পুটি মাছের শুটকি ভারতে রপ্তানি করি। কিন্তু এবার এসে চাহিদা অনুযায়ী শুঁটকি পাইনি, তাই হতাশ হয়ে ফিরে যাচ্ছি।
আড়তদার আতাবুল ইসলাম জানান, এ বছর বৃষ্টি কম হয়েছে। যার ফলে পুঁটি মাছের সংকট দেখা দিয়েছে। পুঁটি মাছের শুঁটকি আসে মূলত চলনবিল এলাকা থেকে। বিলেই এবার মাছ কম তাই শুঁটকিও কম এসেছে।
সৈয়দপুরের রপ্তানিকারক শাহাবুদ্দিন মিয়া বলেন, এই মৌসুমে রপ্তানি বাজারকে কেন্দ্র করে ব্যবসায়ীরা অনেকেই ব্যাংক লোনের ঝুঁকি নিয়ে থাকেন। কিন্তু অনেক ব্যবসায়ী এ বছর সংকটে পড়েছেন। এ বছর রপ্তানি করার জন্য আমিও ব্যাংক থেকে লোন নিয়েছি। কিন্তু শুটকি মাছ রপ্তানি করতে না পারায় ব্যাংক লোন শোধ করা নিয়ে দুশ্চিন্তায় আছি।
সৈয়দপুর শুকনা মাছ আড়ৎ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী আবুল বাশার বলেন, বর্তমানে সৈয়দপুরের শুঁটকি আড়তে ১৩টি আড়ৎ ও ৬৪টি খুচরা ব্যবসা প্রতিষ্ঠান আছে। মাসে কমপক্ষে ১০ কোটি টাকার শুঁটকি কেনাবেচা হয়। এখানে কাজ করেন প্রায় ১ হাজার শ্রমিক। ৫০-৬০ প্রকারের মাছের শুঁটকি পাওয়া যায় এখানে। ভারতে শুটকি রপ্তানি করতে না পারায় এবার খরচ তোলায় কঠিন হয়ে যাবে। ফলে বড় ধরনের লোকসানে পড়বেন ব্যবসায়ীরা।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাতকে অস্ত্রসহ আন্তঃজেলার ডাকাত সর্দার কুদ্দুছ গ্রেফতার
এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই
আরও এগার দেশের উপরে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাশিপুর কলেজের অধ্যক্ষসহ আ: লীগের ৩ নেতা গ্রেফতার
সুবিচার প্রতিষ্ঠায় অবিচল থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী: নায়েবে আমির
হাজীগঞ্জে কৃষক নিহতের জেরে অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ
শরীয়তপুরে শ্যালকের হাতে দুলাভাই খুন
এবার যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, বেঁচে নেই কেউ
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
খালেদা জিয়ার ৪ চিকিৎসক ঢাকায় ফিরেছেন
ভোলা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন পানি সম্পদ সচিব
পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ, হুঁশিয়ারি ইরানের
সিরাজগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
২২ বছর পর বাবার দেখা পেলেন দুই মেয়ে
জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা
মিরাজের ব্যাটে প্লে অফে খুলনা, রাজশাহীর বিদায়
আসছে ইব্রাহিম-খুশির 'নাদানিয়ান; সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া
আগে রাস্ট্র সংস্কার পরে নির্বাচন ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে দিয়েছে : আফরোজা খান রিতা
মুসলমানদের বিভিন্ন দলে ভাগ করার চক্রান্ত চলছে: ধর্ম উপদেষ্টা