পঞ্চগড়ে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রমে অনিয়মের অভিযোগ
০৪ জুলাই ২০২৩, ০৮:৫৬ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম
পঞ্চগড়ে উপানুষ্ঠানিকের ঝড়ে পড়া প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্প শেষ হওয়ার তিন-চার মাস আগেই বন্ধ হয়ে গেছে কোনো কোনো স্কুল। কোনো স্কুলে রাখা হয়েছে ভুট্টা, খড়ি, সিমেন্টের গুদাম, কোনো স্কুলে ছাত্র-ছাত্রী নাই, পায়নি বই, কোথায় ছাত্রছাত্রী থাকলেও ৫-৮ বছরের শিশুই বেশি, কেউ কেউ সরকারি প্রাথমিক বা কওমি মাদরাসায় পড়লেও উপবৃত্তি, ব্যাগ, ড্রেসের লোভে ভর্তি হয় উপানুষ্ঠানিকের স্কুলে। সব মিলিয়ে সরকারের শিক্ষা প্রকল্পের আসল উদ্দেশ্যে ভেস্তে যেতে বসেছে। কিন্তু তুলে নেয়া হয়েছে সরকারের কোটি কোটি টাকা। বাস্তবায়নকারী সংস্থাটির দাবি ঠিকঠাক চলেছে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান।
তথ্য সূত্রে জানা যায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর সাব-কম্পোনেন্ট ২.৫-এর আওতায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিখন কেন্দ্রের বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এই কর্মসূচির লক্ষ্য। মূলত প্রাথমিক এবং পরিকল্পিত শিক্ষা পদ্ধতি, যার মাধ্যমে বঞ্চিত শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার সুযোগ সম্পন্ন করে দেয়া। এই কর্মসূচির আওতায় পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী প্রতিটি উপজেলায় ৭০টি করে স্কুলে, ৩০ জন হারে মোট ৮ হাজার ৪১৭ জন ছাত্রছাত্রী ।
প্রকল্প ২০২১ সালের ডিসেম্বরে শুরু হয়। কয়েক বছর চলমান থাকার কথা থাকলেও প্রকল্পের মূল উদ্দেশ্য পূরণ না হওয়ায়, জুন ২০২৩ শেষ করার পরিকল্পনা থাকলেও সময় বাড়ানোর চেষ্টা করছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ। স্কুল প্রতি থাকছে একজন শিক্ষকসহ সুপার ভাইজার, উপজেলা ও জেলা অফিসার। দেয়া হবে স্কুলের মাসিক ভাড়া, শিক্ষার্থীদের যাবতীয় উপকরণ খাতা, পেনসিল, সার্পনার, ইরেজার, রং পেনসিল, স্কুলব্যাগ, ড্রেস, আইডি কার্ড ও উপবৃত্তি।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বলছে, ২০২১ সালে ঝরে পড়া ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৯৭৬ জন । আরডিআরএস সেখানে ৮ হাজার ৪১৭ জন ছাত্রছাত্রী নিয়ে স্কুল পরিচালনা করছে। সরকারি হিসাবে ঝরে পড়া শিশুর সংখ্যা এতো কম হলে কীভাবে এ প্রকল্পের অনুমোদন হয়েছে দাবি সচেতন মহলের।
সম্প্রতি সরেজমিনে জানা যায়, পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলার পূর্ব জালাসী শিখন স্কুলটি অনেক আগে বন্ধ হয়ে গেছে। প্রধান পাড়া স্কুলটিতে সিমেন্টসহ অন্য মালামালের গুদাম, বসুনিয়া পাড়া স্কুলটির ভিতরে ভুট্টা, দলুয়া পাড়ায় স্কুলটি আগে থেকে বন্ধ, কায়েত পাড়া স্কুলটির একই অবস্থা। বড়দরগা স্কুলটি বন্ধ, তিনঘড়িয়া পাড়া স্কুলে চার-পাঁচজন ছাত্রছাত্রী, উত্তর বনগ্রাম বন্ধ, খেনপাড়া বন্ধ, দেউনিয়া পাড়া, পন্ডিতপাড়া বন্ধ, প্রামানিক পাড়া, ফুলবাড়ী, শেখবাধা, কাজলদিঘী মুন্সিপাড়া, তিস্তাপাড়া বন্ধ হয়ে গেছে।
কায়েত পাড়া এলাকার শিখন স্কুল ঘরের মালিক নাসির উদ্দীন জানান, দুই-তিনমাস আগে থেকে স্কুলে কেউ আসে না। তবে শিক্ষিকা মনছুরা বেগম ঘণ্টা খানেক পরে এসে বলছে প্রতিদিন স্কুলে ছাত্রছাত্রী আসে কিন্তু বই পাইছি ১৫ সেট।
দলুয়া পাড়া শিখন কেন্দ্রের শিক্ষিকা হাসনাতুন পারুল জানান, তৃতীয় শ্রেনির বই পাইনি। শিখন স্কুলটি কোথায় জানতে চাইলে বলেন, ঘর ভাঙার কারণে অন্য স্থানে নেয়া হয়েছে।
বড়দরগা শিখন স্কুলের শিক্ষিকা মর্জিনা বেগম সকাল ১০ টায় বাড়িতে ঘুমাচ্ছিলেন তার কাছে ছাত্রছাত্রীদের বিষয়ে জানতে চাইলে বলেন বৃষ্টির কারনে আজকে কেউ আসেনি।
আরডিআরএস বাংলাদেশ আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন পঞ্চগড় জেলা প্রোগ্রাম ম্যানেজার মো.জহুরুল হক জানান, শিখন স্কুল ভালোই চলেছে প্রতিদিন মনিটরিং ছিল সুপার ভাইজার ও উপজেলা প্রোগ্রাম ম্যানেজারদের। তবে প্রকল্প শেষ হওয়ার কথা শুনে হয়ত দু-একজন স্কুল বন্ধ করে ফেলেছে পঞ্চগড় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অ:দ) পারভেজ আখতার খান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি ধরেননি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ
নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা
সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ
কার সাথে সংসার করছেন জয়া?
২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে
টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ
টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক