পুকুরে ধসে পড়ছে সড়ক
০৯ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
কুমিল্লার গুরুত্বপূর্ণ লাকসাম-চৌদ্দগ্রাম (সওজ) সড়কের পাশের রয়েছে পুকুর, জলাশয় ও মৎস্যপ্রজেক্ট। গার্ডওয়াল না থাকায় সড়কটি খসে পড়ছে পুকুর, জলাশয় ও মৎস্য প্রজেক্টে। ভাঙা সড়কে ছোট-বড় যানবাহনকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এছাড়া ভয়াবহ বন্যায় সড়কটির লাকসাম অংশে দীর্ঘদিন পানিতে নিমজ্জিত হয়ে সড়কটির বিভিন্নস্থানে বড় ধরনের খানাখন্দের সৃষ্টি হওয়ায় ছোট-বড় যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে সড়কটির বাঙ্গড্ডা ইউনিয়নের কাদবা পুকুর পাড় মোড়, পরিকোট ভূঁইয়া পুকুরপাড়, পার্শ্ববর্তী জলাশয় এবং নুর আহম্মদের মৎস্য প্রজেক্টে প্রতিনিয়ত সড়কটি ভেঙে পড়ায় সড়কটি দিয়ে ছোট-বড় যানবাহনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে। ফলে যে কোন মূহূর্তে বড় ধরণের দুর্ঘটনায় প্রাণহানির আশংকা রয়েছে। এ পর্যন্ত ভূঁইয়া পুকুর পাড়ে চালবাহী একটি ট্রাকটর পানিতে পড়াসহ সম্প্রতি চৌদ্দগ্রামের একটি গার্মেন্টসের কর্মী বহনকারী একটি বাস সড়কটির পাশে আটকে গিয়ে র্দীঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। ওই সময় গার্মেন্টস কর্মীদের পায়ে হেঁটে ভোগান্তির মধ্যে দিয়ে তাদের বাড়ি যেতে হয়।
সড়কটির পরিকোট অংশসহ বিভিন্নস্থানের বেহাল দশায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহাবুবুরের রহমান গত ২০ সেপ্টেম্বর সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন।
সরেজমিনে সড়কটি ঘুরে দেখা যায়, সড়কটির বাঙ্গড্ডা ইউনিয়নের কাদবা পুকুর পাড় মোড়, পরিকোট ভূঁইয়া পুকুরপাড়, পাশ্ববর্তী জলাভূমিতে গার্ডওয়াল না থাকায় সড়কটি নিয়মিত ভেঙে পুকুর এবং জলাভূমিতে বিলীন হয়ে সড়কটি ছোট হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া চৌদ্দগ্রামের ছাতিয়ানি পশ্চিমপাড়া গ্রামের নুর আহম্মদের মৎস্য প্রজেক্টেও গার্ডওয়াল না থাকায় সড়কটি ভেঙে পুকুরে বিলীন হতে দেখা যায় । ফলে সড়কটি দিয়ে মালবাহি ট্রাক ট্রাকটর, কাভার্ডভ্যান, যাত্রীবাহি মাইক্রোবাস, বাস, সিএনজি চালিত অটোরিক্সা, মোটরসাইকেল এবং ব্যাটারিচালিত অটোরিক্সাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে। সড়কটি দিয়ে যানবাহন চলাচলে একটু এদিক-সেদিক হলে বড়ধরণের দুর্ঘটনায় প্রাণহানির আশংকা রয়েছে।
এদিকে ভয়াবহ বন্যায় সড়কটির লাকসাম অংশে নরপাটি জামতলা থেকে গাইনের ডহরা হয়ে কাদরা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন পানিতে নিমজ্জিত থাকায় সড়কটির বিভিন্নস্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নরপাটির জামতলা, গাইনের ডহরা এবং কাদরা এলাকায় বড়ধরণের একাধিক খানাখন্দকের সৃষ্টি হওয়ায় ছোট-বড় যানবাহনকে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে।
পরিকোট গ্রামের ফয়সাল মজুমদার, সড়কটির পরিকোট ভূঁইয়া পাড় এবং পাশ্ববর্তী জলাশয়ে গার্ডওয়াল না থাকায় সড়কটি নিয়মিত ভেঙে পুকুরে বিলীন হওয়ায় সড়কটি দিয়ে ছোট-বড় যানাবাহনকে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে। এ পর্যন্ত স্থানটিতে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
ছাতিয়ানি পশ্চিমপাড়া গ্রামের রুবেল বলেন, নুর আহম্মদের মৎস্য প্রজেক্টে সড়কটি নিয়মিত ভেঙে পড়ে সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মৎস্য প্রজেক্টের পূর্ব পাড়ে আমাদের বাড়ির অংশে আমরা গার্ডওয়াল নির্মাণ করলেও মৎস্য প্রজেক্টের কারণে আমাদের বাড়িটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সিএনজি অটোরিকশা চালক শহিদ জানান, সড়কটির লাকসাম অংশে, নরপাটি জামতলা, গাইনের ডহরা ও কাদরা এলাকায় এলাকায় একাধিক খানাখন্দের সৃষ্টি হওয়ায় সড়কটি দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে।
এ প্রসঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী বশির খাঁন বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহাবুবুরের রহমান গত ২০ সেপ্টেম্বর সড়কটির পরিকোট অংশসহ বিভিন্নস্থানে সরেজমিনে পরিদর্শন করেন। সড়কটির ঝুঁকিপূর্ণ স্থানে গার্ডওয়াল নির্মাণ এবং সংস্কার টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় ফান্ড ফেলে এবং পুকুরের পানি কমলে দ্রুত সড়কটির উন্নয়ন কাজ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
আবারও ইসরাইলি হামলায় লেবাননে ২৪ ঘন্টায় নিহত ৫৯
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ