ব্রাহ্মণপাড়ায় ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উত্তর তেঁতাভূমি গ্রামের তারেক রাজা চৌধুরী বাড়ি সড়কটির ওপর নির্মিত সেতুটির উপরের পূর্বপাশের অনেকখানি ঢালাই অনেকদিন ধরে ভেঙে পড়ে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই এলাকার বিদ্যালয় শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি সেতুটির দ্রুত সংস্কারের।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি গ্রামের তারেক রাজা চৌধুরী বাড়ি সড়কটির ওপর নির্মিত সেতুটির উপরের পূর্বপাশের অনেকখানি ঢালাই অনেকদিন ধরে ভেঙে...