চার দিনেও মেলেনি মাদরাসাছাত্রের খোঁজ
চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের চার দিনেও খোঁজ মেলেনি রায়হান উদ্দিন (১৩) নামের এক মাদরাসাছাত্রের। নিখোঁজ রায়হান উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড় গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। রায়হান মাদরাসা-এ আরবিয়া খাইরিয়ার হেফজ বিভাগের ছাত্র। গত শুক্রবার বিকালে সে নিখোঁজ হলে গত রোববার আনোয়ারা থানায় তার বোন ইয়াছমিন আক্তার একটি নিখোঁজ ডায়রি করেন। রায়হানের বোন ইয়াছমিন আক্তার বলেন, গত শুক্রবার রায়হান আমার শ^শুরবাড়ি...