ইন্তিফাদায় ঝুঁকছে ফিলিস্তিনি তরুণরা
১৪ জুন ২০২৩, ০৮:৩৩ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১২:০০ এএম
৩০ বছরের কম বয়সী ফিলিস্তিনি তরুণদেরদের মধ্যে সশস্ত্র সংঘাতের প্রতি সমর্থন খুবই প্রবল। এদের ৫৬%ই ইসরাইলের বিরুদ্ধে ইন্তিফাদা বা অভ্যুত্থানের পক্ষে- এই তথ্য পাওয়া যাচ্ছে মার্চ মাসে চালানো সবশেষ জরিপ থেকে। গত এক বছরে পশ্চিম তীরে উত্তরাঞ্চলীয় দুই শহর নাবলুস আর জেনিনে অসংখ্য নতুন জঙ্গী গোষ্ঠি মাথা চাড়া দিয়ে উঠেছে, যারা ক্ষমতাসীন পিএ-র নিরাপত্তা বাহিনীর বৈধতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এদের মধ্যে সবচেয়ে পরিচিত হল লায়ন্স ডেন এবং জেনিন ব্রিগেডস্, যারা পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের ওপর হামলাও চালিয়েছে। ফিলিস্তিনে যাদের বয়স ৩০ এর কম, তারা কখনই সেখানে কোন নির্বাচনে কোনদিন ভোট দেবার সুযোগ পাননি এবং অনেকেই বলেন ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি তাদের আস্থা খুবই কম। বিবিসিকে এমন কিছু তথ্য দেয়া হয়েছে যা আর কারো হাতে আসেনি, যেখানে বলা হচ্ছে, এই তরুণ সম্প্রদায় ইসরাইল ফিলিস্তিনি সঙ্কট সমাধানে যে দ্বি-রাষ্ট্র তত্ত্বের কথা বলা হয় ক্রমশই তা প্রত্যাখ্যান করছে। ‘খুবই গতানুগতিক এই ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ পশ্চিমের তৈরি। এখানে বাস্তব পরিস্থিতির দিকে নজরই দেয়া হয়নি,’ প্রশ্নের উত্তরে বেশ তাচ্ছিল্যের সঙ্গেই বললেন ১৭-বছর বয়সী জান্না তামিমি। তার প্রশ্ন: ‘সেটাই যদি হবে, তাহলে সীমান্ত কোথায়?’ জান্না জানালেন, তিনি বিশ্বে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত সবচেয়ে কম বয়সী সাংবাদিকদের একজন। মাত্র সাত বছর বয়সে মায়ের টেলিফোন ধার করে অধিকৃত পশ্চিম তীরে তার নিজের শহর নাবি সালাহ থেকে প্রতিবাদের খবর রিপোর্ট করতে শুরু করেন তিনি। ‘আমি [ইসরাইলি বাহিনীর] রাতের বেলা এবং দিনের বেলাতেও হানা দেবার খবর দিই, এসব অভিযান চালানো হয় প্রায়শই। আমি সবগুলোর ভিডিও তুলতে পারি না, তবে আমার যথাসাধ্য চেষ্টা করি। আসলে স্কুল আর অন্য সব দিক সামলে কাজটা একটু কঠিন হয়ে পড়ে। তার পরেও সবসময়ই দেবার মত খবর থাকে।’ জান্নার জন্মের পর থেকে ফিলিস্তিনি এলাকায় একটাও সাধারণ নির্বাচন বা প্রেসিডেন্ট নির্বাচন হয়নি। শেষবার নির্বাচন হয়েছিল ২০০৬ সালে। যার অর্থ হল ৩৪ বছরের কম বয়সী কেউই জীবনে কখনও ভোট দেবার সুযোগ পাননি। শেষবার ভোটের পর থেকে যেটা হয়েছে সেটা হল ফিলিস্তিনি রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের আস্থা ভেঙে পড়েছে। একই সঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধান তত্ত্বের প্রতি সমর্থনের পাল্লাও ক্রমশ নিম্নমুখী হয়েছে, যে তত্ত্বের মূল ফর্মূলা হল ইসরাইলের পাশাপাশি একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে শান্তি প্রতিষ্ঠা। পশ্চিম তীরে প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ নামের একটি সংস্থা গত দুই দশকে জনসাধারণের মধ্যে মনোভাবের পরিবর্তন কীভাবে ঘটেছে সে বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে এবং ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ওপর চালানো তাদের গবেষণার তথ্য তারা একমাত্র বিবিসির সাথে শেয়ার করেছে। এদিকে, গাজা উপত্যকায় ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। এ আশংকায় গত মাসের ব্যাপক হতাহত ও ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক প্রতিবেদনে উপসংহারে মানবাধিকার গোষ্ঠীটি বলেছে, ইসরাইলি বাহিনী অসম বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। আরো বলা হয়, প্যালেস্টাইন ইসলামিক জিহাদের (পিআইজে) নির্বিচার রকেট নিক্ষেপে ইসরাইলি ও ফিলিস্তিনি উভয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ বিষয়ে অ্যামনেস্টি আন্তর্জাতিক অপরাধ আদালতকে তদন্তের আহ্বান জানিয়েছে। প্রতিক্রিয়ায় ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন মেনে কাজ করেছে। আইনি প্রয়োজনীয়তা না থাকা সত্ত্বেও বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর চেষ্টা করেছে। এদিকে অ্যামনেস্টির প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে পিআইজে-এর এক মুখপাত্র । এই আন্তঃসীমান্ত লড়াইয়ের সর্বশেষ দফায় ৩৪ ফিলিস্তিনি ও এক ইসরাইলি নিহত হন। গত ৯ মে শুরু হওয়া লড়াই পাঁচদিন পর মিসরের মধ্যস্থতায় সমাপ্ত হয়। রয়টার্স, বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল