শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যের আহবান দক্ষিণ কোরিয়ার
২৬ জুন ২০২৩, ০৮:৪৯ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১২:০১ এএম
কোরিয়া যুদ্ধের ৭৩তম বার্ষিকী উদযাপনকালে সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করার মাধ্যমে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় মিত্র দেশের প্রতি ঐক্যের আহŸান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক হুমকিগুলো ‘‘ কোরিয়া যুদ্ধের’’ পুরনো মানসিকতা ও উপলব্ধির মাধ্যমে পরিচালিত হচ্ছে।’ খবর দ্য কোরিয়া হেরাল্ড। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু গতকাল কোরিয়া যুদ্ধের ৭৩তম বার্ষিকী উপলক্ষে সিউলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বলেন, ‘এখনো কোরিয়া যুদ্ধের বিভ্রম থেকে জেগে উঠতে পারেনি উত্তর কোরিয়া। দেশটি ক্রমাগত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও পারমাণবিক পরীক্ষার চলমান হুমকি দিয়ে কোরিয়ান উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে। একই সঙ্গে আন্তর্জাতিক স¤প্রদায়কে ধ্বংস করার চেষ্টা অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়ার মিথ্যা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতারণামূলক উদ্দেশ্যের ওপর নির্ভর করে নয়, বরং শক্তিশালী আত্মরক্ষার মাধ্যমে সরকার আমাদের নিরাপত্তা রক্ষা করবে।’ তথ্য বলছে, ৭৩ বছর আগে ১৯৫০ সালে কোরিয়া যুদ্ধ শুরু হয়। ওই সময়ে দক্ষিণ কোরিয়ার ওপর হঠাৎ করে সশস্ত্র আক্রমণ চালায় উত্তর কোরিয়া। হ্যান ডাক-সু জানিয়েছেন, কোরিয়া যুদ্ধ ১ হাজার ১২৯ দিন স্থায়ী হয়েছিল। এ যুদ্ধে প্রায় ১ লাখ ৭৫ হাজার দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী প্রাণ হারিয়েছে। এছাড়া ২২টি দেশ নিয়ে গঠিত জাতিসংঘের জোটের অসংখ্য সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে। ২৮ হাজারেরও বেশি ব্যক্তি নিখোঁজ রয়েছে। এ যুদ্ধে লাখ লাখ মানুষ (পুরুষ, নারী ও শিশু) দুঃখজনকভাবে তাদের জীবন হারিয়েছে, আহত হয়েছে। লাখ লাখ মানুষ বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করেছে। হ্যান ডাক-সু বলেন, ‘১৯৫০ সালের ২৫ জুন সকালে উত্তর কোরিয়ার সশস্ত্র আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া কোরিয়া যুদ্ধ আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি। এ যুদ্ধ পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে।’ দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে উন্মুক্ত গণতন্ত্রের মতো সর্বজনীন মূল্যবোধকে সমর্থন করে এমন দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো।’ দ্য কোরিয়া হেরাল্ড।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন