জাপানে ব্যবসায়ে আগ্রহী চীনের তরুণ উদ্যোক্তারা
২৬ জুন ২০২৩, ০৮:৫২ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১২:০১ এএম
জাপানের স্টার্টআপ খাতের ক্রমবর্ধমান সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠছেন চীনা তরুণ উদ্যোক্তারা। এর মধ্যে এমন অনেক তরুণ রয়েছে যাদের পুরনো পারিবারিক শেকড় সংযুক্ত চীনের সঙ্গে। বৃহত্তর চীনে সামাজিক সংযোগ প্রতিষ্ঠার পাশাপাশি নতুন ব্যবসা শুরু এবং উদ্ভাবন কার্যক্রম পরিচালনায় জাপানের উৎপাদন সক্ষমতাই কাজে লাগাচ্ছেন তারা। খবর জাপান টুডে। চলমান প্রবণতার প্রধান কারণ উদ্যোক্তাদের জন্য জাপানের ক্রমবর্ধমান সমর্থন। জাপান সরকার ও বিভিন্ন সংস্থা তরুণ উদ্যোক্তাদের বর্ধিত সহায়তা এবং সংস্থানের পাশাপাশি সহায়তা তহবিল, মেন্টরশিপ প্রোগ্রাম, নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করে। অনুক‚ল এ পরিবেশ চীনসহ বিভিন্ন দেশের উদ্যোক্তাদের আকৃষ্টের পাশাপাশি তাদের নিজস্ব ব্যবসা শুরু করতেও উৎসাহিত করে। তাছাড়া চীনা শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনে জাপানকে অগ্রাধিকার দেয়। সেখানে থাকাকালীন স্থানীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে। ফলে তারা সেখানে নতুন ব্যবসা শুরু করতেও আগ্রহী। ৩৫ বছর বয়সী বায়োনিকএম ইনকরপোরেটেডের প্রেসিডেন্ট সান জিয়াওজুন এমনই একজন উদ্যোক্তা। টোকিওভিত্তিক তার কোম্পানি উচ্চপ্রযুক্তিসম্পন্ন কৃত্রিম পা তৈরি করে, যা হিউম্যানয়েড রোবোটিকস প্রযুক্তির মাধ্যমে শক্তি-উৎপাদন ও নিয়ন্ত্রণ সক্ষম করে। তিনি বলেন, ‘এ ধরনের কৃত্রিম পায়ে জাপানি প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। হাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর নয় বছর বয়সে সান জিয়াওজুনের পা কেটে ফেলতে হয়। তিনি এখন কৃত্রিম পা ব্যবহার করেন। এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে জাপানে আসেন তিনি। বেশ কয়েকটি ফার্মে কাজ করার পর ২০১৮ সালে এখানেই তিনি তার কোম্পানি প্রতিষ্ঠা করেন।’ বায়োনিকএম চীনে তাদের প্রস্থেসিসের মূল অংশ তৈরি করে কিন্তু জাপানে সেমিকন্ডাক্টর এবং অন্যান্য সূ² উপাদান সংগ্রহ করে। কয়েক ধাপে পরীক্ষার মাধ্যমে প্রকল্পটি বিকাশের জন্য জাপানি দলের সঙ্গে একত্রে কাজের ফলাফল এ পণ্য বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে সান জিয়াওজুন বলেন, ‘জাপানের জনগণের গুণমানের সাধনা আশ্চর্যজনক।’ শুরুতে তাদের এ পণ্য সাধারণ কৃত্রিম পা তৈরির লক্ষ্যে ডিজাইন করা হয়। তবে ক্রমে তা উন্নত সংস্করণ তৈরিতে সফল হয়। সান বলেন, ‘যেভাবে টেসলা বৈদ্যুতিক গাড়ির মাধ্যমে বিশ্বকে বদলে দিয়েছে। আমরাও কৃত্রিম পায়ের ধারণা পরিবর্তন করতে চাই।’ অচিরেই মার্কিন বাজারে যাওয়ার লক্ষ্যে অগ্রসর হওয়ার কথাও বলেন তিনি। তরুণ উদ্যোক্তা লুও ইউহংয়ের বয়স ৩০। তিনি টোকিও ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা সভাপতি। তার প্রতিষ্ঠান ডিজিটাল লিফট সরবরাহ করে। গত বছরের সেপ্টেম্বরে জাপানে চীনের চেম্বার অব কমার্স প্রথম জাপানি স্টার্টআপ ব্যবসায়ীদের প্রতিযোগিতার আয়োজন করে। এ উদ্যোগকেও দেশটিতে চীনা জনগণের উদ্যোক্তা হওয়ার সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। গত ডিসেম্বরে চীনে একটি সিম্পোজিয়ামের আয়োজন করা হয়, যা প্রায় ১০০ অংশগ্রহণকারীকে আকৃষ্ট করেছিল। চীনা উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তি জাপানি অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য অপরিহার্য বলে মনে করেন ইভেন্টের সংগঠক ২৭ বছর বয়সী হাইদিও নাৎসুমি। তিনি নতুন স্টার্টআপের জন্য সমর্থনও দেন। জাপান টুডে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন